Paragraph A Traffic Police বাংলা অর্থসহ

  Paragraph A Traffic Police (একজন ট্রাফিক পুলিশ) Traffic police are well-known persons in the towns and cities. They are the part and par...

 Paragraph A Traffic Police (একজন ট্রাফিক পুলিশ)

Traffic police are well-known persons in the towns and cities. They are the part and parcel of city life. We see them standing on the islands in the streets from morning to night. They put on a uniform, blue trousers, blue shirt with white sleeves and a white helmet. They use umbrella to save themselves from the scorching heat of the sun and from heavy rains. Sometimes they have sheds on the road to stand. They are engaged in controlling the movement of people and vehicles on the road. They are also engaged in minimizing jams and accidents so that people can move easily and freely. Traffic police also extend help to cross the road to those who are unable to cross it. There are traffic signals on important roads, bends and junctions. Those who violate traffic rules are fined or taken to the custody. Sometimes they search the drivers whether they have the licenses or other necessary papers. Traffic police have heavy responsibilities. They are very punctual, sincere and dutiful. But there are some traffic police who are not sincere in their duties. But they are few in number. They are ill-paid employees. Government should take a hand to improve their fate. Indeed, they do a very strenuous work for the welfare of the people.

 

বাংলা অনুবাদ : প্রতিটি শহরে বা নগরে ট্রাফিক পুলিশ খুব পরিচিত ব্যক্তি। তারা নাগরিক জীবনের অবিচ্ছেদ্য অংশ। সকাল থেকে রাত পর্যন্ত আমরা তাদের রাস্তার মাঝখানের উঁচু জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখি। তাদের পোশাক হলো নীল প্যান্ট, নীল শার্ট সাদা আস্তিনযুক্ত এবং সাদা হেলমেট। সূর্যের প্রখর রৌদ্রতাপ এবং বৃষ্টি থেকে রক্ষা পাবার জন্য তারা ছাতা ব্যবহার করে। কখনও রাস্তায় তাদের দাঁড়ানোর জন্য ছায়ার ব্যবস্থা থাকে। তারা লোকজন ও যানবাহনের যাত্রাকে নিয়ন্ত্রণ করে। তারা জ্যাম ছাড়াবার দিকে এবং দুর্ঘটনা যাতে না ঘটে সেদিকে খেয়াল রাখে এবং তাতে লোকজন স্বাধীনভাবে এবং নিরাপদে চলাচল করতে পারে। যারা রাস্তা অতিক্রমে অক্ষম তাদেরকে তারা রাস্তা পার করে দেয়। গুরুত্বপূর্ণ রাস্তা এবং জংশনগুলোতে ট্রাফিক সিগন্যাল থাকে। যারা এ আইন ভঙ্গ করে তাদেরকে থানায় আটকে রাখা হয়। কখনও কখনও তারা চালকদের লাইসেন্স ও অন্যান্য কাগজপত্র পরীক্ষা করে। ট্রাফিক পুলিশের অনেক দায়িত্ব থাকে। তারা নিয়মানুবর্তী, নিষ্ঠাবান ও কর্তব্যপরায়ণ। কিন্তু কিছু কিছু ট্রাফিক পুলিশ আছে যারা কর্তব্যের প্রতি নিষ্ঠাবান নয়। কিন্তু সংখ্যায় তারা খুব কম। তারা অল্পবেতনভোগী। তাদের ভাগ্যোন্নয়নের ব্যাপারে সরকারের হস্তক্ষেপ করা উচিত। বস্তুত জনগণের কল্যাণে তারা কঠোর পরিশ্রম করে।

 

ইংরেজি বাক্যের সাথে বাংলা অনুবাদ

 

1. Traffic police are well-known persons in the towns and cities. (শহর ও নগরে ট্রাফিক পুলিশ পরিচিত ব্যক্তি।)

2. They are the part and parcel of city life. (তারা শহর জীবনের অবিচ্ছেদ্য অংশ।)

3. We see them standing on the islands in the streets from morning to night. (আমরা তাদের সকাল থেকে রাত পর্যন্ত রাস্তার আইল্যান্ডে দাঁড়িয়ে থাকতে দেখি।)

4. They put on a uniform, blue trousers, blue shirt with white sleeves and a white helmet. (তারা নীল প্যান্ট, সাদা আস্তিনযুক্ত নীল শার্ট এবং সাদা হেলমেট পরেন।)

5. They use umbrella to save themselves from the scorching heat of the sun and from heavy rains. (তারা ছাতা ব্যবহার করেন রোদ এবং বৃষ্টির হাত থেকে বাঁচতে।)

6. Sometimes they have sheds on the road to stand. (কখনও কখনও তারা রাস্তায় দাঁড়ানোর জন্য শেড পেয়ে থাকেন।)

7. They are engaged in controlling the movement of people and vehicles on the road. (তারা রাস্তায় মানুষ ও যানবাহনের চলাচল নিয়ন্ত্রণে নিয়োজিত থাকেন।)

8. They are also engaged in minimizing jams and accidents so that people can move easily and freely. (তারা যানজট এবং দুর্ঘটনা কমানোর কাজ করেন যাতে মানুষ সহজে চলাফেরা করতে পারে।)

9. Traffic police also extend help to cross the road to those who are unable to cross it. (ট্রাফিক পুলিশ যারা রাস্তা পার হতে পারে না, তাদের রাস্তা পার করতে সাহায্য করে।)

10. There are traffic signals on important roads, bends and junctions. (গুরুত্বপূর্ণ রাস্তা, মোড় ও সংযোগস্থলে ট্রাফিক সিগন্যাল থাকে।)

11. Those who violate traffic rules are fined or taken to the custody. (যারা ট্রাফিক নিয়ম ভঙ্গ করে, তাদের জরিমানা বা হেফাজতে নেওয়া হয়।)

12. Sometimes they search the drivers whether they have the licenses or other necessary papers. (কখনও কখনও তারা চালকদের কাগজপত্র ও লাইসেন্স আছে কি না তা পরীক্ষা করে।)

13. Traffic police have heavy responsibilities. (ট্রাফিক পুলিশের দায়িত্ব অনেক।)

14. They are very punctual, sincere and dutiful. (তারা খুবই সময়নিষ্ঠ, সৎ ও কর্তব্যপরায়ণ।)

15. But there are some traffic police who are not sincere in their duties. (তবে কিছু ট্রাফিক পুলিশ আছেন যারা দায়িত্বে নিষ্ঠাবান নন।)

16. But they are few in number. (তবে তারা সংখ্যায় খুব কম।)

17. They are ill-paid employees. (তারা স্বল্প বেতনে চাকরি করেন।)

18. Government should take a hand to improve their fate. (সরকারের উচিত তাদের ভাগ্যোন্নয়নে এগিয়ে আসা।)

19. Indeed, they do a very strenuous work for the welfare of the people. (বস্তুত তারা জনগণের কল্যাণে কঠিন পরিশ্রম করেন।)

 

 

শব্দে শব্দে অনুবাদ

 

1. Traffic police – ট্রাফিক পুলিশ, are – হয়, well-known persons – পরিচিত ব্যক্তি, in the towns and cities – শহর ও নগরে।

2. They are – তারা হলো, the part and parcel – অবিচ্ছেদ্য অংশ, of city life – শহর জীবনের।

3. We see them – আমরা তাদের দেখি, standing – দাঁড়িয়ে, on the islands – আইল্যান্ডে, in the streets – রাস্তায়, from morning to night – সকাল থেকে রাত পর্যন্ত।

4. They put on – তারা পরিধান করে, a uniform – ইউনিফর্ম, blue trousers – নীল প্যান্ট, blue shirt with white sleeves – সাদা আস্তিনযুক্ত নীল শার্ট, and a white helmet – এবং একটি সাদা হেলমেট।

5. They use umbrella – তারা ছাতা ব্যবহার করে, to save themselves – নিজেদের বাঁচানোর জন্য, from the scorching heat – প্রখর তাপ থেকে, of the sun – সূর্যের, and from heavy rains – এবং ভারী বৃষ্টির থেকে।

6. Sometimes – কখনও কখনও, they have sheds – তাদের শেড থাকে, on the road – রাস্তায়, to stand – দাঁড়ানোর জন্য।

7. They are engaged – তারা নিয়োজিত, in controlling – নিয়ন্ত্রণে, the movement – চলাচল, of people and vehicles – মানুষ ও যানবাহনের, on the road – রাস্তায়।

8. They are also engaged – তারা আরও নিয়োজিত থাকে, in minimizing – হ্রাস করতে, jams and accidents – জ্যাম ও দুর্ঘটনা।

9. So that – যাতে, people can move – মানুষ চলাচল করতে পারে, easily and freely – সহজে ও স্বাধীনভাবে।

10. Traffic police – ট্রাফিক পুলিশ, also extend help – সাহায্য করে, to cross the road – রাস্তা পার হতে, to those – তাদের, who are unable – যারা অক্ষম।

11. There are – রয়েছে, traffic signals – ট্রাফিক সিগন্যাল, on important roads – গুরুত্বপূর্ণ রাস্তায়, bends and junctions – মোড় ও সংযোগস্থলে।

12. Those who violate – যারা লঙ্ঘন করে, traffic rules – ট্রাফিক নিয়ম, are fined – জরিমানা করা হয়, or taken – অথবা নেওয়া হয়, to custody – হেফাজতে।

13. Sometimes they search – কখনও কখনও তারা তল্লাশি করে, the drivers – চালকদের, whether – কিনা, they have – তাদের আছে, the licenses or other necessary papers – লাইসেন্স বা অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র।

14. Traffic police – ট্রাফিক পুলিশ, have – থাকে, heavy responsibilities – বড় দায়িত্ব।

15. They are – তারা, very punctual – খুব সময়নিষ্ঠ, sincere – নিষ্ঠাবান, and dutiful – এবং কর্তব্যপরায়ণ।

16. But – কিন্তু, there are some – কিছু আছে, who are not sincere – যারা নিষ্ঠাবান নয়, in their duties – তাদের দায়িত্বে।

17. But – কিন্তু, they are – তারা হয়, few – অল্প, in number – সংখ্যায়।

18. They are – তারা হয়, ill-paid employees – স্বল্প বেতনভোগী কর্মচারী।

19. Government should take a hand – সরকারের উচিত হস্তক্ষেপ করা, to improve – উন্নয়নে, their fate – তাদের ভাগ্য।

20. Indeed – বাস্তবেই, they do – তারা করে, a very strenuous work – অত্যন্ত কষ্টকর কাজ, for the welfare – কল্যাণের জন্য, of the people – জনগণের।

COMMENTS

Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content