Paragraph A Reporter বাংলা অর্থসহ

  Paragraph A Reporter (একজন সাংবাদিক) A reporter is a person who generally collects news for a newspaper or a news agency. A reporter is ...

 Paragraph A Reporter (একজন সাংবাদিক)

A reporter is a person who generally collects news for a newspaper or a news agency. A reporter is a familiar figure in our society. Generally a reporter is a very busy person collecting news from here and there. He has to run from the top level of the society to the lowest level. Reporters are divided into different groups according to their function such as staff reporters, sports reporters, economics reporters, crime reporters etc. A staff-reporter plays an important role in a newspaper. The most important news are collected and made by the staff reporters. A staff reporter has to work a lot than the other reporters. A sports reporter collects sports news, a crime reporter collects crime reports which is a very risky task. Besides this, there are TV reporters, cine reporters and free-lance reporters also. If the reporters of a newspaper report well, the newspaper has a great demand among the people. In a true democratic country a reporter plays a great role and has almost free access to everywhere. In our country most of the reporters are not so efficient in their work because most of them have no academic education on related subject. The reporters should be trained to be an efficient as they are representatives of the mass people. Although the work of a reporter is very risky and challenging, it is an honourable and noble profession.


অনুবাদ : সাংবাদিক এমন একজন ব্যক্তি যিনি সাধারণত সংবাদপত্র এবং সংবাদ এজেন্সির জন্য সংবাদ সরবরাহ করেন। আমাদের সমাজে সাংবাদিক একজন পরিচিত ব্যক্তি। সাধারণত একজন সাংবাদিক ব্যস্ত লোক কারণ তাকে নানা জায়গা হতে সংবাদ সংগ্রহ করতে হয়। তাকে সমাজের সর্বোচ্চ স্তর হতে শুরু করে সর্বনিম্ন স্তরে চলাফেরা করতে হয়। কাজ অনুযায়ী সাংবাদিকদের বিভিন্ন শ্রেণিতে ভাগ করা হয়- স্টাফ রিপোর্টার, খেলাধুলার রিপোর্টার, অর্থনৈতিক রিপোর্টার, ক্রাইম রিপোর্টার ইত্যাদি। একটি সংবাদপত্রে স্টাফ রিপোর্টারের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। স্টাফ রিপোর্টাররা সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদ সংগ্রহ এবং তৈরি করেন। অন্যদের তুলনায় তাদেরকে প্রচুর কাজ করতে হয়। একজন খেলাধুলার রিপোর্টার খেলার সংবাদ সরবরাহ করেন, ক্রাইম রিপোর্টার অপরাধের খবর সংগ্রহ করেন, যা খুবই ঝুঁকিপূর্ণ কাজ। এছাড়া টেলিভিশন রিপোর্টার, চলচ্চিত্র রিপোর্টার এবং ফ্রিলান্স ( নির্দিষ্ট কোনো পত্রিকার সাথে যুক্ত নয়) রিপোর্টার রয়েছে। কোনো সংবাদপত্রের সাংবাদিকরা যদি ভালো মতো সংবাদ পরিবেশন করেন, তবে জনগণের নিকট সেই সংবাদপত্রের ভালো চাহিদা থাকে। একটি সত্যিকার গণতান্ত্রিক দেশে একজন সাংবাদিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং সব জায়গায় সহজ প্রবেশাধিকার পায়। আমাদের দেশের অধিকাংশ সাংবাদিক যোগ্যতার সাথে কাজ করতে পারেন না, কারণ তাদের অধিকাংশেরই সশ্লিষ্ট বিষয়ে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। যেহেতু সাংবাদিকরা গণমানুষের প্রতিনিধি, তাই তাদের প্রশিক্ষণপ্রাপ্ত হওয়া উচিত। যদিও সাংবাদিকতা একটি ঝুঁকিপূর্ণ এবং সাহসী কাজ। এটি খুব সম্মানিত এবং মহৎ পেশা।

 

 ইংরেজি বাক্যের সাথে বাংলা অনুবাদ

 

1. A reporter is a person who generally collects news for a newspaper or a news agency. (সাংবাদিক এমন একজন ব্যক্তি যিনি সাধারণত সংবাদপত্র এবং সংবাদ এজেন্সির জন্য সংবাদ সরবরাহ করেন।)

2. A reporter is a familiar figure in our society. (একজন সাংবাদিক আমাদের সমাজে একজন পরিচিত ব্যক্তি।)

3. Generally a reporter is a very busy person collecting news from here and there. (সাধারণত একজন সাংবাদিক খুব ব্যস্ত ব্যক্তি যিনি নানা জায়গা থেকে সংবাদ সংগ্রহ করেন।)

4. He has to run from the top level of the society to the lowest level. (তাকে সমাজের সর্বোচ্চ স্তর থেকে সর্বনিম্ন স্তর পর্যন্ত দৌড়াতে হয়।)

5. Reporters are divided into different groups according to their function such as staff reporters, sports reporters, economics reporters, crime reporters etc. (সাংবাদিকদের তাদের কাজ অনুযায়ী বিভিন্ন শ্রেণিতে ভাগ করা হয় যেমন স্টাফ রিপোর্টার, খেলাধুলার রিপোর্টার, অর্থনৈতিক রিপোর্টার, অপরাধবিষয়ক রিপোর্টার ইত্যাদি।)

6. A staff-reporter plays an important role in a newspaper. (একজন স্টাফ রিপোর্টার একটি পত্রিকায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।)

7. The most important news are collected and made by the staff reporters. (সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদগুলো স্টাফ রিপোর্টাররাই সংগ্রহ করেন এবং তৈরি করেন।)

8. A staff reporter has to work a lot than the other reporters. (একজন স্টাফ রিপোর্টারকে অন্য রিপোর্টারদের তুলনায় বেশি কাজ করতে হয়।)

9. A sports reporter collects sports news, a crime reporter collects crime reports which is a very risky task. (একজন খেলাধুলার রিপোর্টার খেলাধুলা বিষয়ক সংবাদ সংগ্রহ করেন, অপরাধবিষয়ক রিপোর্টার অপরাধসংক্রান্ত খবর সংগ্রহ করেন, যা খুবই ঝুঁকিপূর্ণ কাজ।)

10. Besides this, there are TV reporters, cine reporters and free-lance reporters also. (এছাড়াও, টেলিভিশন রিপোর্টার, চলচ্চিত্র রিপোর্টার এবং ফ্রিল্যান্স রিপোর্টারও রয়েছেন।)

11. If the reporters of a newspaper report well, the newspaper has a great demand among the people. (কোনো পত্রিকার রিপোর্টাররা যদি ভালো রিপোর্টিং করেন, তবে পত্রিকাটির জনগণের মাঝে অনেক চাহিদা থাকে।)

12. In a true democratic country a reporter plays a great role and has almost free access to everywhere. (একটি প্রকৃত গণতান্ত্রিক দেশে একজন সাংবাদিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং প্রায় সব জায়গায় তার প্রবেশাধিকার থাকে।)

13. In our country most of the reporters are not so efficient in their work because most of them have no academic education on related subject. (আমাদের দেশে অধিকাংশ সাংবাদিক তাদের কাজে দক্ষ নন কারণ তাদের অনেকেরই সংশ্লিষ্ট বিষয়ে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই।)

14. The reporters should be trained to be an efficient as they are representatives of the mass people. (সাংবাদিকদের দক্ষ করে গড়ে তোলার জন্য প্রশিক্ষণ দেওয়া উচিত, কারণ তারা গণমানুষের প্রতিনিধি।)

15. Although the work of a reporter is very risky and challenging, it is an honourable and noble profession. (যদিও সাংবাদিকতার কাজ ঝুঁকিপূর্ণ ও চ্যালেঞ্জিং, তবুও এটি একটি সম্মানজনক এবং মহৎ পেশা।)

 

শব্দে শব্দে অনুবাদ

 

1. A reporter – একজন সাংবাদিক, is – হলো, a person – একজন ব্যক্তি, who – যিনি, collects – সংগ্রহ করেন, news – সংবাদ, for – জন্য, a newspaper – সংবাদপত্র, or a news agency – অথবা সংবাদ সংস্থা।

2. A reporter – একজন সাংবাদিক, is – হন, a familiar figure – পরিচিত মুখ, in our society – আমাদের সমাজে।

3. Generally – সাধারণত, a reporter – একজন সাংবাদিক, is – হয়, a very busy person – খুব ব্যস্ত ব্যক্তি, collecting – সংগ্রহ করছেন, news – সংবাদ, from here and there – এখানে ও সেখানে থেকে।

4. He has to run – তাকে দৌড়াতে হয়, from the top level – উপর স্তর থেকে, of the society – সমাজের, to the lowest level – নিম্ন স্তর পর্যন্ত।

5. Reporters – সাংবাদিকরা, are divided – বিভক্ত হয়, into different groups – বিভিন্ন শ্রেণিতে, according to – অনুযায়ী, their function – তাদের কাজের।

6. Staff reporters – স্টাফ রিপোর্টার, sports reporters – খেলাধুলার রিপোর্টার, economics reporters – অর্থনীতিবিষয়ক রিপোর্টার, crime reporters – অপরাধবিষয়ক রিপোর্টার, etc – ইত্যাদি।

7. A staff reporter – একজন স্টাফ রিপোর্টার, plays – পালন করেন, an important role – গুরুত্বপূর্ণ ভূমিকা, in a newspaper – একটি পত্রিকায়।

8. Most important news – সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, are collected – সংগ্রহ করা হয়, and made – তৈরি করা হয়, by – দ্বারা, staff reporters – স্টাফ রিপোর্টারদের।

9. A sports reporter – একজন খেলাধুলার রিপোর্টার, collects – সংগ্রহ করেন, sports news – খেলাধুলার সংবাদ।

10. A crime reporter – একজন অপরাধবিষয়ক রিপোর্টার, collects – সংগ্রহ করেন, crime reports – অপরাধের খবর, which – যা, is – হলো, a very risky task – খুব ঝুঁকিপূর্ণ কাজ।

11. Besides this – এর পাশাপাশি, there are – আছে, TV reporters – টিভি রিপোর্টার, cine reporters – চলচ্চিত্র রিপোর্টার, and – এবং, freelance reporters – ফ্রিল্যান্স রিপোর্টার।

12. If – যদি, the reporters – সাংবাদিকরা, report well – ভালো রিপোর্টিং করেন, the newspaper – সেই পত্রিকা, has – পায়, great demand – অনেক চাহিদা, among the people – জনগণের মাঝে।

13. In a true democratic country – একটি প্রকৃত গণতান্ত্রিক দেশে, a reporter – একজন সাংবাদিক, plays a great role – বড় ভূমিকা রাখেন, and has – এবং থাকে, almost free access – প্রায় অবাধ প্রবেশাধিকার, to everywhere – সব জায়গায়।

14. In our country – আমাদের দেশে, most reporters – বেশিরভাগ সাংবাদিক, are not efficient – দক্ষ নন, in their work – তাদের কাজে।

15. Because – কারণ, most of them – তাদের অধিকাংশ, have no – নেই, academic education – প্রাতিষ্ঠানিক শিক্ষা, on related subject – সংশ্লিষ্ট বিষয়ে।

16. Reporters – সাংবাদিকদের, should be trained – প্রশিক্ষণ দেওয়া উচিত, to be efficient – দক্ষ হতে, as – যেহেতু, they – তারা, are – হয়, representatives – প্রতিনিধি, of the mass people – সাধারণ জনগণের।

17. Although – যদিও, the work – কাজ, of a reporter – সাংবাদিকের, is – হলো, very risky – খুব ঝুঁকিপূর্ণ, and challenging – এবং চ্যালেঞ্জিং, it – এটি, is – হলো, an honourable – সম্মানজনক, and noble profession – এবং মহৎ পেশা।

COMMENTS

Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content