Paragraph Ambition বাংলা অর্থসহ

 Paragraph Ambition (আকাঙ্ক্ষা)

Ambition signifies the objective that a man chooses to achieve in life. In fact, the aim of man's life, is nis ambition. Everyone must aim at an ambition to give a drive, a motion, a dwelling and a meaning to his life. If a man has no sense of direction and of purpose in life, he will waste away all his limited time and energy in the weary wilderness of hesitation. A man without ambition is like dumb cattle driven by circumstance from pillar to post. But a man with a definite ambition has all his thoughts and actions convering upon only one point. From his childhood he steers right award towards his ambition. There is no wastage of energy, no cautiousness of the mind, no hesitation and no procrastination. The destination is clear and the body and the mind are willing to march ahead without any fear, indecision, doubt and uncertainty. Life is planned and every step of it is measured and calculated. In fact, ambition makes a man to go forward towards success and enables him to realise his best self.


অনুবাদ : আকাঙ্ক্ষা বলতে বুঝায়, সেই লক্ষ্য উদ্দেশ্যকে যা একজন লোক জীবনে অর্জন করবে বলে পছন্দ করে। বস্তুত মানুষের জীবনের উদ্দেশ্য বা লক্ষ্যই হচ্ছে তার আকাঙ্ক্ষা। প্রত্যেকেরই দৃষ্টি নিবদ্ধ রাখা উচিত একটি আকাঙ্ক্ষার প্রতি যেটি জীবনের পথে তাকে পরিচালিত করবে, জীবনে গতি সঞ্চার করবে, জীবনকে আবাসিত করবে এবং তাৎপর্যময় করে তুলবে। কোনো ব্যক্তির জীবনে যদি পথের নির্দেশনা না থাকে এবং জীবনের উদ্দেশ্য সম্বন্ধে যদি তার সুনির্দিষ্ট কোনো ধারণা না থাকে তাহলে তার সীমিত আয়ুষ্কাল এসে ব্যর্থতায় পর্যবসিত হবে। যার জীবনে কোনো নির্ধারিত আকাঙ্ক্ষা নেই সে বাকশক্তিহীন জন্তুর মতো পরিস্থিতি কর্তৃক ধাবিত হয়ে স্থান থেকে স্থানান্তরে ঘুরপাক খেতে থাকে । যে ব্যক্তির জীবনে আকাঙ্ক্ষা আছে তার সকল চিন্তা এবং সকল ক্রিয়াকর্ম শুধু সেই লক্ষ্যস্থলেই কেন্দ্রীভূত। শৈশবকাল থেকেই সে সঠিক পদক্ষেপই তার লক্ষ্যস্থলের দিকে অগ্রসর হতে থাকে। তার শক্তির কোনো অপচয় নেই, প্রাণ প্রাচুর্যের কোনো বিনষ্ট নেই, কোনো দোদুল্যমনতা নেই এবং নেই কোনো দীর্ঘসূত্রিতা। তার গন্তব্যস্থল সুস্পষ্টরূপে দৃশ্যমান। তার দেহ মন সকল প্রকার ভীতি, সিদ্ধান্তহীনতা, সংশয় ও অনিশ্চয়তা পরিহার করে শুধু সেদিকেই এগিয়ে যেতে থাকে। তাঁর জীবন সুপরিকল্পিত; তাঁর প্রতিটি পদক্ষেপ সুনির্দিষ্ট ও সুচিন্তিত। প্রকৃতপক্ষে, আকাঙ্ক্ষাই মানুষকে সাফল্যের পথে অগ্রসর হতে প্রণোদিত করে এবং জীবনের চরম সার্থকতা অর্জনে সমর্থ করে।

 

শব্দে শব্দে ইংরেজি থেকে বাংলা অনুবাদ


1. Ambition – আকাঙ্ক্ষা, signifies – বোঝায়, the objective – সেই লক্ষ্য, that – যা, a man – একজন মানুষ, chooses – বেছে নেয়, to achieve – অর্জনের জন্য, in life – জীবনে।

2. In fact – প্রকৃতপক্ষে, the aim – লক্ষ্য, of man's life – মানুষের জীবনের, is – হচ্ছে, his ambition – তার আকাঙ্ক্ষা।

3. Everyone – প্রত্যেকেই, must aim at – দৃষ্টি নিবদ্ধ করা উচিত, an ambition – একটি আকাঙ্ক্ষার প্রতি, to give – দিতে, a drive – একটি চালনা, a motion – একটি গতি, a dwelling – একটি আবাস, and a meaning – এবং একটি তাৎপর্য, to his life – তার জীবনে।

4. If – যদি, a man – একজন ব্যক্তি, has no – না থাকে, sense of direction – দিকনির্দেশনার ধারণা, and of purpose – এবং উদ্দেশ্যের, in life – জীবনে, he will waste away – সে অপচয় করে ফেলবে, all his limited time and energy – তার সমস্ত সীমিত সময় ও শক্তি, in the weary wilderness – ক্লান্তিকর অনিশ্চয়তার মরুভূমিতে, of hesitation – দ্বিধার।

5. A man without ambition – যাঁর আকাঙ্ক্ষা নেই এমন ব্যক্তি, is like – তার মতো, dumb cattle – বাকশক্তিহীন জন্তু, driven by – চালিত হয়, circumstance – পরিস্থিতি দ্বারা, from pillar to post – স্থান থেকে স্থানান্তরে।

6. But – কিন্তু, a man with a definite ambition – একজন নির্ধারিত আকাঙ্ক্ষাসম্পন্ন ব্যক্তি, has all his thoughts and actions – তার সমস্ত চিন্তা ও কার্যকলাপ, converging upon – কেন্দ্রীভূত থাকে, only one point – শুধুমাত্র একটি কেন্দ্রে।

7. From his childhood – তার শৈশবকাল থেকেই, he steers right ahead – সে সোজা এগিয়ে যায়, towards his ambition – তার লক্ষ্যস্থলের দিকে।

8. There is – থাকে না, no wastage of energy – কোনো শক্তির অপচয়, no cautiousness of the mind – মনের কোনো দ্বিধা, no hesitation – কোনো দোদুল্যমানতা, and no procrastination – এবং কোনো দীর্ঘসূত্রতা না থাকে।

9. The destination – গন্তব্যস্থল, is clear – স্পষ্ট, and the body and the mind – এবং দেহ ও মন, are willing to march ahead – এগিয়ে যেতে উদ্যমী থাকে, without any fear, indecision, doubt and uncertainty – কোনো ভয়, সিদ্ধান্তহীনতা, সংশয় বা অনিশ্চয়তা ছাড়াই।

10. Life – জীবন, is planned – পরিকল্পিত হয়, and every step of it – এবং এর প্রতিটি পদক্ষেপ, is measured and calculated – হিসেব-নিকেশ করে নেওয়া হয়।

11. In fact – বাস্তবিকপক্ষে, ambition makes a man – আকাঙ্ক্ষা একজন মানুষকে করে তোলে, to go forward towards success – সাফল্যের পথে এগিয়ে যেতে, and enables him – এবং তাকে সক্ষম করে তোলে, to realise his best self – তার সর্বোচ্চ সত্তা উপলব্ধি করতে।

About the author

AHSHAN HABIB
Hello! I am Ahshan Habib. Blogging is My Hobby and I Would Like to Share my Knowledge With Everyone. Here I Will Share Every Day About Education, Technology, and Programming. So Stay With us And Share my Page on Your Social Platform.

Post a Comment