Paragraph Amusement (আমোদ - প্রমোদ)
Amusement
means something organized to make time pass pleasantly. It is something done
for pleasure of mind. Our minds and bodies cannot work constantly. So they need
leisure and amusement. Amusement relieves our mind and bodies from monotony,
tension, anxiety and constant labour. It gives us relaxation. It brings
diversions, restores the healthy tone of life and gives us vigour and strength.
Amusements vary from man to man, from city dwellers to villagers. Generally
jaris, jatras, fairs, religious festivals, puppet shows etc. are some of the
different sources of amusements in village. In cities, there are different
kinds of amusement. We can read books of our favourite authors to amuse
ourselves. Some people like to hear songs. To sit with friends and pass time in
gossiping is a kind of amusement. Many people play various kinds of games or
witness the games like football, cricket, hockey etc. and find amusement. We
can also go to the cinema hall and the theatre to enjoy ourselves there.
Nowadays there are televisions and computer games to amuse us. With the help of
dish antenna we can enjoy cinema, sports programme, cultural shows etc. sitting
in our drawing room. But we should be careful to choose some desirable forms of
amusements. Healthy and good amusements are always welcome. On the contrary, we
should carfully avoid the degrading amusements which can give us only temporary
amusements.
বাংলা
অনুবাদ : আমোদ-প্রমোদ বলতে বুঝায় আনন্দপূর্ণভাবে সময় কাটানোর জন্য কিছু করা। এটা
এমন কিছু যা মনের আনন্দের জন্য করা হয়। আমাদের মন ও শরীর অবিরত কাজ করতে পারে না।
তাই সেগুলোর অবসর ও আমোদ প্রমাদ প্রয়োজন। আমোদ-প্রমোদ আমাদের মন ও শরীরকে একঘেয়েমি,
উদ্বেগ, দুশ্চিন্তা এবং অবিরাম পরিশ্রম থেকে মুক্তি দেয়। এটি আমাদেরকে স্বস্তি প্রদান
করে। এটি বৈচিত্র্য আনে, স্বাস্থ্যকর বল ফিরিয়ে দেয় এবং আমাদেরকে শারীরিক ও মানসিক
শক্তি ও সাহস যোগায়। মানুষে মানুষে এবং গ্রামীণ ও শহরবাসীগণের মধ্যে আমোদ- প্রমোদের
ভিন্নতা রয়েছে। সাধারণত গ্রাম-গঞ্জে আমোদ-প্রমোদের মধ্যে দেখা যায় জারি ও যাত্রাগান,
মেলা, ধর্মীয় উৎসবাদি, পুতুল নাচ ইত্যাদি। শহরে নানা ধরনের আমোদ-প্রমোদ রয়েছে। আমরা
আমাদের প্রিয় লেখকের বই পড়ে নিজেদের আনন্দ দিতে পারি। কিছু কিছু লোক গান শুনতে ভালোবাসে।
বন্ধু-বান্ধবের সাথে বসে আড্ডা দিয়ে সময় কাটানো এক ধরনের আমোদ-প্রমোদ। অনেক লোক বিভিন্ন
ধরনের খেলা খেলে অথবা ফুটবল, ক্রিকেট, হকি ইত্যাদি খেলা দেখে আনন্দ উপভোগ করে। আমরা
সিনেমা হল কিংবা থিয়েটারে গিয়েও আনন্দ উপভোগ করতে পারি। আজকাল টিভি ও কম্পিউটার গেমস
আমাদেরকে আনন্দ দেয়। ডিশ এন্টেনার সাহায্যে আমরা ড্রয়িং রুমে বসে সিনেমা, খেলাধুলার
অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি উপভোগ করতে পারি। কিছু কিছু বাঞ্ছনীয় আমোদ-প্রমোদ
বাছাই করার ব্যাপারে সতর্ক থাকতে হবে। সুস্থ ও সৎ আমোদ-প্রমোদই আমাদের কাম্য হওয়া
উচিত। অপরপক্ষে সমস্ত বিনোদন কেবল সাময়িক আনন্দ-স্ফূর্তির কারণ হয় সেসব অসুস্থ আমোদ-প্রমোদ
আমাদের পরিহার করা উচিত।
শব্দে
শব্দে ইংরেজি থেকে বাংলা অনুবাদ
1.
Amusement – আমোদ-প্রমোদ, means – বোঝায়, something organized – কিছু সংগঠিত, to
make time pass – সময় কাটানোর জন্য, pleasantly – আনন্দের সাথে।
2.
It is – এটা হলো, something – কিছু, done – করা হয়, for pleasure – আনন্দের জন্য,
of mind – মনের।
3.
Our minds and bodies – আমাদের মন ও দেহ, cannot work – কাজ করতে পারে না, constantly
– নিরবচ্ছিন্নভাবে।
4.
So – সুতরাং, they need – তাদের প্রয়োজন, leisure and amusement – অবসর ও আমোদ-প্রমোদ।
5.
Amusement relieves – আমোদ-প্রমোদ মুক্তি দেয়, our mind and bodies – আমাদের মন ও
দেহকে, from monotony – একঘেয়েমি থেকে, tension – দুশ্চিন্তা থেকে, anxiety – উদ্বেগ
থেকে, and constant labour – এবং নিরবচ্ছিন্ন পরিশ্রম থেকে।
6.
It gives us – এটা আমাদের দেয়, relaxation – বিশ্রাম।
7.
It brings – এটা আনে, diversions – বৈচিত্র্য, restores – ফিরিয়ে আনে, the
healthy tone of life – জীবনের স্বাস্থ্যকর আবহ, and gives us – এবং আমাদের দেয়, vigour
and strength – বল ও শক্তি।
8.
Amusements vary – আমোদ-প্রমোদ ভিন্ন হয়, from man to man – মানুষে মানুষে, from
city dwellers – শহরবাসীদের মধ্যে, to villagers – ও গ্রামবাসীদের মধ্যে।
9.
Generally – সাধারণত, jaris, jatras, fairs, religious festivals, puppet shows
etc. – জারি, যাত্রা, মেলা, ধর্মীয় উৎসব, পুতুলনাচ ইত্যাদি, are some – কয়েকটি, of
the different sources – ভিন্ন ভিন্ন উৎস, of amusements – আমোদ-প্রমোদের।
10.
In cities – শহরে, there are – রয়েছে, different kinds – বিভিন্ন ধরনের, of
amusement – আমোদ-প্রমোদ।
11.
We can read – আমরা পড়তে পারি, books – বই, of our favourite authors – আমাদের প্রিয়
লেখকদের, to amuse ourselves – নিজেদের আনন্দ দিতে।
12.
Some people like – কিছু মানুষ পছন্দ করে, to hear songs – গান শুনতে।
13.
To sit with friends – বন্ধুদের সাথে বসা, and pass time – এবং সময় কাটানো, in
gossiping – আড্ডা দিয়ে, is a kind of amusement – এক ধরনের আমোদ-প্রমোদ।
14.
Many people play – অনেকেই খেলে, various kinds of games – বিভিন্ন ধরনের খেলা, or
witness the games – অথবা খেলা দেখে, like football, cricket, hockey etc. – যেমন ফুটবল,
ক্রিকেট, হকি ইত্যাদি, and find amusement – এবং সেখান থেকে আনন্দ পায়।
15.
We can also go – আমরা যেতে পারি, to the cinema hall and the theatre – সিনেমা হল
ও থিয়েটারে, to enjoy ourselves there – সেখানে আনন্দ পেতে।
16.
Nowadays – আজকাল, there are televisions and computer games – টেলিভিশন ও কম্পিউটার
গেমস রয়েছে, to amuse us – আমাদের আনন্দ দেওয়ার জন্য।
17.
With the help of – সাহায্যে, dish antenna – ডিশ এন্টেনা, we can enjoy – আমরা উপভোগ
করতে পারি, cinema, sports programme, cultural shows etc. – সিনেমা, খেলাধুলার অনুষ্ঠান,
সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি, sitting in our drawing room – আমাদের ড্রয়িং রুমে বসেই।
18.
But we should be careful – কিন্তু আমাদের সতর্ক থাকা উচিত, to choose – বেছে নেওয়ার
ক্ষেত্রে, some desirable forms – কিছু কাম্য ধরনের, of amusements – আমোদ-প্রমোদের।
19.
Healthy and good amusements – স্বাস্থ্যকর ও ভালো আমোদ-প্রমোদ, are always
welcome – সবসময় স্বাগতযোগ্য।
20.
On the contrary – অপরদিকে, we should carefully avoid – আমাদের সতর্কতার সাথে পরিহার
করা উচিত, the degrading amusements – অবনমিত ও ক্ষতিকর আমোদ-প্রমোদ, which can
give us – যা আমাদের দিতে পারে, only temporary amusements – কেবল সাময়িক আনন্দ।