A Walk in the Sea-beach Paragraph বাংলা অর্থসহ

  A Walk in the Sea-beach Paragraph (সমুদ্র সৈকতে হাঁটা) A walk on the sea-beach is a unique experience. It is so refreshing to have a wal...

 A Walk in the Sea-beach Paragraph (সমুদ্র সৈকতে হাঁটা)

A walk on the sea-beach is a unique experience. It is so refreshing to have a walk along the long, stretched beach. You can hear the roaring sea calling you near, and the strong, murmuring wind coming from the sea will soothe your heart and body. It is more pleasing to see the clattering seagulls flying overhead. Taking a walk in the sea-beach is more exciting when the sun is setting. The sea beach in Cox's Bazar is famous for its sun setting views. As you walk in the sea-beach your heart will be enthralled by the sight of miles of golden sands, towering cliffs, surfing waves, rare conch shells and so on. The Creator casts a magic spell on the weary wanderers who go there to have a refreshing experience amid everyday hue and cry. One can get back home with a serene and tranquil heart after having a long rejuvenating walk in the sea beach.

 

বাংলা অনুবাদ : সমুদ্র সৈকতে হাঁটাহাঁটি এক অনন্য অভিজ্ঞতা। সুদীর্ঘ বিস্তীর্ণ সৈকতে বেড়ানো যথেষ্ট প্রাণবস্তুকর। গর্জনশীল সমুদ্রের সান্নিধ্যে আসার আহ্বান তুমি শুনতে পাবে এবং সমুদ্র থেকে আসা বাতাসের মর্মর ধ্বনি তোমার দেহমন জুড়িয়ে দেবে। গাংচিলেরা শোরগোল করে মাথার উপরে উড়ছে, এ দৃশ্য দেখা আরও বেশি উপভোগ্য। সূর্যাস্তের সময় সমুদ্র সৈকতে ভ্রমণ আরও বেশি উত্তেজনাকর। কক্সবাজারের সমুদ্র সৈকত সূর্যাস্তের দৃশ্য উপভোগের জন্য বিখ্যাত। সমুদ্র সৈকতে ভ্রমণ করলে মাইলের পর মাইলব্যাপী সোনালি বালুর দৃশ্য, সুউচ্চ চূড়ার পাহাড়, ভেঙে পড়া ঢেউ, দুর্লভ শঙ্খ ও ঝিনুক ইত্যাদির দৃশ্যে তোমার মন বাঁধা পড়বে। দৈনন্দিন জীবনের হৈ চৈ-এর মধ্য থেকে চনমনে অভিজ্ঞতা অর্জনের জন্য আগত পরিশ্রান্ত পর্যটকদের জন্য সৃষ্টিকর্তা সেখানে যাদুকরী প্রভাব ফেলেছেন। একজন মানুষ সমুদ্র সৈকতে সুদীর্ঘ ভ্রমণ শেষে নতুন শক্তি সঞ্চারী শাস্ত সমাহিত মনে ঘরে ফিরে আসতে পারে।

 

ইংরেজি বাক্য থেকে বাংলা অনুবাদ

A walk in the sea-beach is a unique experience. (সমুদ্র সৈকতে হাঁটাহাঁটি এক অনন্য অভিজ্ঞতা।) It is so refreshing to have a walk along the long stretched beach. (সুদীর্ঘ বিস্তীর্ণ সৈকতে বেড়ানো যথেষ্ট প্রাণবস্তুকর।) You can hear the roaring sea calling you near, and the strong, murmuring wind coming from the sea will soothe your heart and body. (গর্জনশীল সমুদ্রের সান্নিধ্যে আসার আহ্বান তুমি শুনতে পাবে এবং সমুদ্র থেকে আসা বাতাসের মর্মর ধ্বনি তোমার দেহমন জুড়িয়ে দেবে।) It is more pleasing to see the clattering sea gulls flying overhead. (গাংচিলেরা শোরগোল করে মাথার উপরে উড়ছে, এ দৃশ্য দেখা আরও বেশি উপভোগ্য।) Taking a walk in the sea-beach is more exciting when the sun is setting. (সূর্যাস্তের সময় সমুদ্র সৈকতে ভ্রমণ আরও বেশি উত্তেজনাকর।) The sea-beach in Cox's Bazar is famous for its sun setting views. (কক্সবাজারের সমুদ্র সৈকত সূর্যাস্তের দৃশ্য উপভোগের জন্য বিখ্যাত।) As you walk in the sea-beach your heart will be enthralled by the sight of miles of golden sands, towering cliffs, surfing waves, rare conch shells and so on. (সমুদ্র সৈকতে ভ্রমণ করলে মাইলের পর মাইলব্যাপী সোনালি বালুর দৃশ্য, সুউচ্চ চূড়ার পাহাড়, ভেঙে পড়া ঢেউ, দুর্লভ শঙ্খ ও ঝিনুক ইত্যাদির দৃশ্যে তোমার মন বাঁধা পড়বে।) The Creator casts a magic spell on the weary wanderers who go there to have a refreshing experience amid everyday hue and cry. (দৈনন্দিন জীবনের হৈ চৈ-এর মধ্য থেকে চনমনে অভিজ্ঞতা অর্জনের জন্য আগত পরিশ্রান্ত পর্যটকদের জন্য সৃষ্টিকর্তা সেখানে যাদুকরী প্রভাব ফেলেছেন।) One can get back home with a serene and tranquil heart after having a long rejuvenating walk in the sea beach. (একজন মানুষ সমুদ্র সৈকতে সুদীর্ঘ ভ্রমণ শেষে নতুন শক্তি সঞ্চারী শাস্ত সমাহিত মনে ঘরে ফিরে আসতে পারে।)

 

শব্দে শব্দে ইংরেজি থেকে বাংলা অনুবাদ

1. A walk in the sea-beach – সমুদ্র সৈকতে হাঁটা, is – হলো, a unique experience – একটি অনন্য অভিজ্ঞতা। 

2. It is so refreshing – এটি অত্যন্ত সজীবকর, to have a walk – হাঁটাহাঁটি করা, along the long stretched beach – সুদীর্ঘ বিস্তীর্ণ সৈকতের সাথে। 

3. You can hear – তুমি শুনতে পারবে, the roaring sea – গর্জনশীল সমুদ্রকে, calling you near – তোমাকে কাছে আসতে ডাকছে, and the strong, murmuring wind – এবং প্রবল, মৃদু গুঞ্জনকারী বাতাস, coming from the sea – যা সমুদ্র থেকে আসছে, will soothe your heart and body – তা তোমার দেহ ও মনকে প্রশান্ত করবে। 

4. It is more pleasing – এটি আরও আনন্দদায়ক, to see – দেখতে, the clattering sea gulls – কোলাহলকারী গাংচিলদের, flying overhead – মাথার উপরে উড়তে। 

5. Taking a walk in the sea-beach – সমুদ্র সৈকতে হাঁটা, is more exciting – আরও উত্তেজনাকর, when the sun is setting – যখন সূর্য অস্ত যাচ্ছে। 

6. The sea-beach in Cox's Bazar – কক্সবাজারের সমুদ্র সৈকত, is famous for – বিখ্যাত, its sun setting views – এর সূর্যাস্তের দৃশ্যের জন্য। 

7. As you walk in the sea-beach – যখন তুমি সমুদ্র সৈকতে হাঁটবে, your heart will be enthralled – তোমার মন মোহিত হবে, by the sight of miles of golden sands – মাইলের পর মাইলব্যাপী সোনালি বালুর দৃশ্যে, towering cliffs – সুউচ্চ পাহাড়ে, surfing waves – ভেঙে পড়া ঢেউয়ে, rare conch shells and so on – দুর্লভ শঙ্খ ও অন্যান্য জিনিসপত্রে। 

8. The Creator – সৃষ্টিকর্তা, casts a magic spell – এক যাদুকরী প্রভাব ফেলেছেন, on the weary wanderers – ক্লান্ত পথিকদের ওপর, who go there – যারা সেখানে যায়, to have a refreshing experience – এক সজীবকর অভিজ্ঞতা অর্জনের জন্য, amid everyday hue and cry – প্রতিদিনের কোলাহলের মাঝে। 

9. One can get back home – একজন মানুষ ঘরে ফিরে আসতে পারে, with a serene and tranquil heart – এক শান্ত ও প্রশান্ত মন নিয়ে, after having a long rejuvenating walk – দীর্ঘশ্বাস সঞ্চারী হাঁটার পর, in the sea-beach – সমুদ্র সৈকতে।  

COMMENTS

Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content