A visit to a Place of Historical Interest Paragraph বাংলা অর্থসহ

 A visit to a Place of Historical Interest Paragraph (একটি ঐতিহাসিক স্থান ভ্রমণ)

 

We have a fascination for a historical place. It has educational and cultural values. During the last autumn vacation, I got a chance to visit Bagerahat, a great historical place. The Mazar of Khan Jahan Ali is a fine one-storeyed building. It has a beautiful dome. Hazrat Khan Jahan Ali was buried there. The tomb is made of cut out stones. There is a small mosque nearby. A close associate of Khan Jahan Ali was buried outside the tomb. On the night of the full moon of the month of Chaitra, a big fair is held beside the Mazar. Many people attend the fair. There are some crocodiles in this big tank. I also visited the Shat Gambuj Mosque. It is a big and beautiful building. The mosque is beautifully decorated. The mosque has a great attraction for tourists and visitors. There is a big dighi near the Shat Gambuj Mosque. This dighi is called the Ghora Dighi. I visited this dighi and came to know many things about the social work of Khan Jahan Ali. Bagerhat is really a place of historical interest. I spent eight hours there and saw many historical things and enjoyed myself. I left Bagerhat, but the memory still haunts my mind.

 

বাংলা অনুবাদ : ঐতিহাসিক স্থানের প্রতি আমাদের বিশেষ আকর্ষণ আছে। এর রয়েছে শিক্ষামূলক ও সাংস্কৃতিক ভূমিকা। গত শরৎকালীন ছুটিতে আমি একটি প্রসিদ্ধ ঐতিহাসিক স্থান বাগেরহাট পরিদর্শনের সুযোগ পেয়েছিলাম। খান জাহান আলীর মাজার একটি চমৎকার একতলা ভবন। এর একটি সুন্দর গম্বুজ রয়েছে। হযরত খান জাহান আলীকে সেখানে সমাধিস্থ করা হয়েছিল। সমাধি সৌধটি কাটা পাথরে নির্মিত। সেখানে খুব কাছেই একটি মসজিদ রয়েছে। খান জাহান আলীর ঘনিষ্ঠ সহযোগীদেরকে মাজারের বাহিরে সমাধিস্থ করা হয়েছিল। চৈত্রমাসের পূর্ণিমা রাত্রে মাজারের পাশে একটি বড় মেলা অনুষ্ঠিত হয়। অনেক লোক মেলায় যোগ দেয়। মাজারের সম্মুখে একটি বড় দীঘি রয়েছে। স্থানীয় লোকেরা এটিকে খান জাহান আলীর দীঘি বলে। বড় দীঘিটিতে কিছু কচ্ছপ রয়েছে। আমি ষাটগম্বুজ মসজিদও পরিদর্শন করেছিলাম। এটি একটি চমৎকার ও বড় মসজিদ। মসজিদটি সুন্দরভাবে সজ্জিত। পর্যটক ও দর্শনার্থীদের নিকট মসজিদটির বিরাট আকর্ষণ রয়েছে। ষাটগম্বুজ মসজিদটির নিকট একটি বড় দীঘি রয়েছে। এই দীঘিটিকে ঘোড়া দীঘি বলা হয়। আমি দীঘিটি পরিদর্শন করলাম এবং খান জাহান আলীর সমাজসেবামূলক কার্যক্রম সম্পর্কে অনেক কিছু জানলাম। বাগেরহাট সত্যিকার অর্থেই একটি ঐতিহাসিক স্থান। আমি সেখানে আট ঘণ্টা কাটিয়েছিলাম এবং অনেক ঐতিহাসিক জিনিস দেখেছিলাম এবং নিজেকে উপভোগ করেছিলাম। আমি বাগেরহাট ত্যাগ করলাম কিন্তু সে স্মৃতি আজও আমার মনকে সর্বদা তাড়িয়ে বেড়ায়।

 

ইংরেজি বাক্য থেকে বাংলা অনুবাদ

 

We have fascination for a historical place. It has educative and cultural values. (ঐতিহাসিক স্থানের প্রতি আমাদের বিশেষ আকর্ষণ আছে। এর রয়েছে শিক্ষামূলক ও সাংস্কৃতিক ভূমিকা।) During the last autumn vacation, I got a chance to visit Bagerahat, a great historical place. (গত শরৎকালীন ছুটিতে আমি একটি প্রসিদ্ধ ঐতিহাসিক স্থান বাগেরহাট পরিদর্শনের সুযোগ পেয়েছিলাম।) The Mazar of Khan Jahan Ali is a fine one storeyed building. (খান জাহান আলীর মাজার একটি চমৎকার একতলা ভবন।) It has a beautiful dome. (এর একটি সুন্দর গম্বুজ রয়েছে।) Hazrat Khan Jahan Ali was buried there. (হযরত খান জাহান আলীকে সেখানে সমাধিস্থ করা হয়েছিল।) The tomb is made of cut out stones. (সমাধি সৌধটি কাটা পাথরে নির্মিত।) There is a small mosque nearby. (সেখানে খুব কাছেই একটি মসজিদ রয়েছে।) A close associate of Khan Jahan Ali was buried outside the tomb. (খান জাহান আলীর ঘনিষ্ঠ সহযোগীদেরকে মাজারের বাহিরে সমাধিস্থ করা হয়েছিল।) On the night of the full moon of the month of Chaitra a big fair is held beside the Mazar. (চৈত্রমাসের পূর্ণিমা রাত্রে মাজারের পাশে একটি বড় মেলা অনুষ্ঠিত হয়।) Many people attend the fair. (অনেক লোক মেলায় যোগ দেয়।) There are some crocodiles in this big tank. (বড় দীঘিটিতে কিছু কচ্ছপ রয়েছে।) I also visited the Shat Gambuj Mosque. (আমি ষাটগম্বুজ মসজিদও পরিদর্শন করেছিলাম।) It is a big and beautiful building. (এটি একটি চমৎকার ও বড় মসজিদ।) The mosque is beautifully decorated. (মসজিদটি সুন্দরভাবে সজ্জিত।) The mosque has great attraction for the tourists and visitors. (পর্যটক ও দর্শনার্থীদের নিকট মসজিদটির বিরাট আকর্ষণ রয়েছে।) There is a big dighi near the Shat Gambuj Mosque. (ষাটগম্বুজ মসজিদটির নিকট একটি বড় দীঘি রয়েছে।) This dighi is called the Ghora Dighi. (এই দীঘিটিকে ঘোড়া দীঘি বলা হয়।) I visited this dighi and came to know many things about the social work of Khan Jahan Ali. (আমি দীঘিটি পরিদর্শন করলাম এবং খান জাহান আলীর সমাজসেবামূলক কার্যক্রম সম্পর্কে অনেক কিছু জানলাম।) Bagerhat is really a place of historical interest. (বাগেরহাট সত্যিকার অর্থেই একটি ঐতিহাসিক স্থান।) I spent eight hours there and saw many historical things and enjoyed myself. (আমি সেখানে আট ঘণ্টা কাটিয়েছিলাম এবং অনেক ঐতিহাসিক জিনিস দেখেছিলাম এবং নিজেকে উপভোগ করেছিলাম।) I left Bagerhat but the memory still haunts my mind. (আমি বাগেরহাট ত্যাগ করলাম কিন্তু সে স্মৃতি আজও আমার মনকে সর্বদা তাড়িয়ে বেড়ায়।)

 

 

শব্দে শব্দে ইংরেজি থেকে বাংলা অনুবাদ

 

1. We have fascination – আমাদের আকর্ষণ রয়েছে, for a historical place – একটি ঐতিহাসিক স্থানের প্রতি। 

2. It has educative and cultural values – এর রয়েছে শিক্ষামূলক ও সাংস্কৃতিক মূল্য। 

3. During the last autumn vacation – গত শরৎকালীন ছুটিতে, I got a chance – আমি সুযোগ পেয়েছিলাম, to visit Bagerhat – বাগেরহাট পরিদর্শনের, a great historical place – একটি প্রসিদ্ধ ঐতিহাসিক স্থান। 

4. The Mazar of Khan Jahan Ali – খান জাহান আলীর মাজার, is a fine one-storeyed building – একটি চমৎকার একতলা ভবন। 

5. It has a beautiful dome – এর একটি সুন্দর গম্বুজ রয়েছে। 

6. Hazrat Khan Jahan Ali was buried there – হযরত খান জাহান আলীকে সেখানে সমাধিস্থ করা হয়েছিল। 

7. The tomb is made of cut-out stones – সমাধিটি কাটা পাথরে নির্মিত। 

8. There is a small mosque nearby – সেখানে খুব কাছেই একটি ছোট মসজিদ রয়েছে। 

9. A close associate of Khan Jahan Ali – খান জাহান আলীর এক ঘনিষ্ঠ সহযোগী, was buried outside the tomb – সমাধির বাহিরে সমাধিস্থ করা হয়েছিল। 

10. On the night of the full moon – পূর্ণিমা রাত্রে, of the month of Chaitra – চৈত্র মাসে, a big fair is held beside the Mazar – মাজারের পাশে একটি বড় মেলা অনুষ্ঠিত হয়। 

11. Many people attend the fair – অনেক লোক মেলায় যোগ দেয়। 

12. There are some crocodiles – সেখানে কিছু কুমির রয়েছে, in this big tank – এই বড় দীঘির মধ্যে। 

13. I also visited the Shat Gambuj Mosque – আমি ষাট গম্বুজ মসজিদও পরিদর্শন করেছিলাম। 

14. It is a big and beautiful building – এটি একটি বড় এবং সুন্দর ভবন। 

15. The mosque is beautifully decorated – মসজিদটি সুন্দরভাবে সজ্জিত। 

16. The mosque has great attraction – মসজিদটির বিশাল আকর্ষণ রয়েছে, for the tourists and visitors – পর্যটক ও দর্শনার্থীদের জন্য। 

17. There is a big dighi near the Shat Gambuj Mosque – ষাট গম্বুজ মসজিদের কাছে একটি বড় দীঘি রয়েছে। 

18. This dighi is called the Ghora Dighi – এই দীঘিটিকে ঘোড়া দীঘি বলা হয়। 

19. I visited this dighi – আমি দীঘিটি পরিদর্শন করলাম, and came to know many things – এবং অনেক কিছু জানলাম, about the social work of Khan Jahan Ali – খান জাহান আলীর সমাজসেবামূলক কার্যক্রম সম্পর্কে। 

20. Bagerhat is really a place of historical interest – বাগেরহাট সত্যিই একটি ঐতিহাসিক স্থান। 

21. I spent eight hours there – আমি সেখানে আট ঘণ্টা কাটিয়েছিলাম, and saw many historical things – এবং অনেক ঐতিহাসিক জিনিস দেখেছিলাম, and enjoyed myself – এবং নিজেকে উপভোগ করেছিলাম। 

22. I left Bagerhat – আমি বাগেরহাট ত্যাগ করলাম, but the memory still haunts my mind – কিন্তু সে স্মৃতি আজও আমার মনকে সর্বদা তাড়িয়ে বেড়ায়।

About the author

AHSHAN HABIB
Hello! I am Ahshan Habib. Blogging is My Hobby and I Would Like to Share my Knowledge With Everyone. Here I Will Share Every Day About Education, Technology, and Programming. So Stay With us And Share my Page on Your Social Platform.

Post a Comment