যে Sentence এ একটি মাত্র Subject এবং একটিমাত্র Finite verb বা সমাপিকা ক্রিয়া থাকে তাকে Simple Sentence বা সরল বাক্য। তবে এই দুটি অংশের যে কো...
যে Sentence এ একটি মাত্র Subject এবং একটিমাত্র Finite verb বা সমাপিকা ক্রিয়া থাকে তাকে Simple Sentence বা সরল বাক্য। তবে এই দুটি অংশের যে কোনো একটি অংশ মাঝে মাঝে উহ্য থাকে।
নোটঃ
Finite verb বা সমাপিকা ক্রিয়া হলো – যে ক্রিয়া নিজের অর্থ নিজেই সম্পূর্ণরুপে প্রকাশ
করতে পারে।
উদাহরণঃ
- Maha reads a book.
- I shall go to Chandpur tomorrow.
- We are working in the field.
উপরের প্রত্যেকটি বাক্যে একটিমাত্র
Subject ও একটিমাত্র Finite verb আছে। সুতরাং বাক্যগুলো Simple Sentence বা সরল বাক্য
কিছু
ব্যতিক্রমী উদাহরণ -
উদাহরণ ১ –
- Come here.
- Do the work.
- Open the door.
প্রশ্নঃ আমরা জানি যে, Simple sentence এ একটিমাত্র Subject ও একটিমাত্র Finite verb থাকে। কিন্তু উপরের বাক্যগুলোতে subject নেই তাহলে কি এদেরকে Simple sentence বলা যাবে?
উত্তরঃ হ্যাঁ, উপরের প্রতিটি
বাক্যর মধ্যে Subject ‘you’ উহ্য রয়েছে আর এরা প্রত্যেকে Imperative sentence। কেননা
Imperative sentence –এ Subject ‘you’ উহ্য থাকে। তাহলে বলা যায় এরা প্রত্যকে
Simple Sentence বা সরল বাক্য।
উদাহরণ ২ –
I saw him running.
প্রশ্নঃ উপরের বাক্যে
‘I’ subject এবং ‘saw’ হলো মূল verb. তাছাড়া আরও একটি Verb রয়েছে যা হলো ‘running’
তাহলে বাক্যটিকে কি Simple sentence বলা যাবে?
উত্তরঃ আমরা জানি যে,
Simple sentence এ একটিমাত্র Subject ও একটিমাত্র Finite verb থাকে। আর উপরের বাক্যে
Finite verb বা সমাপিকা ক্রিয়া হলো ‘saw’। আর non-finite verb বা অসমাপিকা ক্রিয়া হলো
‘running’। সুতরাং ‘running বা দৌড়াতে’ ক্রিয়া টি নিজের অর্থ পরিপূর্ণ ভাবে শেষ করতে
পারে নি তাই বাক্যটি Simple Sentence বা সরল বাক্য।
নোটঃ
📌 Finite verb বা সমাপিকা ক্রিয়া হলো – যে ক্রিয়া
নিজের অর্থ নিজেই সম্পূর্ণরুপে প্রকাশ করতে পারে। যেমন - Saw
📌 Non-finite verb বা অসমাপিকা ক্রিয়া হলো
- যে ক্রিয়া নিজের অর্থ নিজেই সম্পূর্ণরুপে প্রকাশ করতে পারে না। যেমন – Running
📌 Tense এর গঠন অনুযায়ী verb এর সাথে ing যুক্ত
হয়ে সকল Continuous (present, past, future) গঠিত হয়। এই গঠন করার সময় Verb + ing যুক্ত
শব্দের পূর্বে Auxiliary verb (am, is, are, was, were, have been, has been, had
been, shall be, will be, shall have been, will have been) বসে। যখন Verb + ing যুক্ত
শব্দের আগে Auxiliary verb না বসে তাহলে এরা Non-finite verb বা অসমাপিকা ক্রিয়া।
📌 Gerund ও Present participle উভয়ই Verb +
ing দিয়ে গঠিত। এরাও Non-finite verb বা অসমাপিকা ক্রিয়া।
উদাহরণ ৩ –
Having gone to the market, he bought a shirt.
উপরের
বাক্যের প্রথমে ‘Having gone বা গিয়ে’ এটি Finite verb নয়, এটি হলো Perfect
Participle যা একটি অসমাপিকা ক্রিয়া। অসমাপিকা ক্রিয়া হওয়ার কারনে নিজের অর্থ নিজে
প্রকাশ করতে পারে না। আর দ্বিতীয় অংশে একটিমাত্র Subject ‘he’ এবং একটমাত্র Finite
verb ‘bought’ আছে তাই এই বাক্যটি Simple Sentence বা সরল বাক্য।
COMMENTS