Paragraph Benefits of Computer Education (কম্পিউটার শিক্ষার উপকারিতা)
Nowadays
computer education becomes a crying need. We know that computer is one of the
most wonderful inventions of modern science. It is called 'An electronic
brain'. It has greatly benefited us and brought about a revolutionary changes
in our life. For example, it can do extremely complicated work in all branches
of learning. It can solve the most complex mathematical problems. It can put
thousands of unrelated facts in order. It can handle millions of problems in a
few seconds without any confusion. It can run a business, play chess or even
compose music. Moreover, it is widely used in the field of space
administration, telecommunication, air traffic control and navigator of ships.
So we can see that at present computer is used in every sector of life. If we
do not have training on computer, we shall tackle vrious problems every moment.
Furthermore, to cope with globlal world, computer education is a must at
present. If we have computer education we shall be able to prevent misuse of
our time and energy by using computer in an effective way. Foriegn countries
like America, Germany and many other countries are interested to take thousands
of IT specialists from our country. It is high time we took better steps for
computer education to avail ourselves of this golden opportunity. Besides this,
by taking computer education, many people will be able to get job in our
country also. After all, it is impossible for a nation to prosper without
computer eduction.
বাংলা
অনুবাদ : আজকাল কম্পিউটার শিক্ষা অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। আমরা জানি যে কম্পিউটার,
আধুনিক বিজ্ঞানের বিস্ময়কর আবিষ্কারগুলোর একটি। এটিকে 'বৈদ্যুতিক মস্তিষ্ক বলা হয়।
এটি আমাদেরকে ব্যাপকভাবে উপকৃত করেছে এবং আমাদের জীবনে বৈপ্লবিক পরিবর্তন এনেছে। উদাহরণস্বরূপ,
জ্ঞান-বিজ্ঞানের সমস্ত শাখার অতি জটিল কাজগুলো এটি খুব সহজেই দ্রুতগতিতে সম্পাদন করতে
পারে। এটি অনেক জটিল গাণিতিক সমস্যার সমাধান করতে পারে। এটি হাজার হাজার তথ্যকে ধারাবাহিকভাবে
সাজাতে পারে। এটি কয়েক সেকেন্ডের মধ্যে কোনো প্রকার সন্দেহ ছাড়া লাখ লাখ সমস্যার
সমাধান করতে পারে। এটি একটি ব্যবসা চালাতে পারে, দাবা খেলতে পারে বা গান রচনা করতে
পারে। অধিকন্তু মহাশূন্য গবেষণায়, টেলিযোগাযোগ, আকাশযান নিয়ন্ত্রণে এবং নৌযান পরিচালনায়
এর ব্যাপক ব্যবহার হচ্ছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে কম্পিউটার জীবনের প্রতিটি
ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। কম্পিউটার শিক্ষায় ঘাটতি থাকলে আমরা প্রতি মুহূর্তে নানান
সমস্যার সম্মুখীন হব। তাছাড়া 'গ্লোবাল ওয়ার্ল্ড' এর সাথে খাপ খাওয়াতে কম্পিউটার
শিক্ষার ভূমিকা অনস্বীকার্য। কম্পিউটার শিক্ষায় শিক্ষিত হলে আমরা আমাদের মূল্যবান
সময় ও শক্তির সাশ্রয় করতে পারব। বিদেশী রাষ্ট্রসমূহ যেমন মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি
এবং অন্যান্য অনেক দেশ আমাদের দেশ থেকে হাজার হাজার আইটি বিশেষজ্ঞ নেয়ার ইচ্ছা পোষণ
করেছে। আমাদেরকে এই সুবর্ণসুযোগকে কাজে লাগাতে কম্পিউটার শিক্ষার জন্য অধিকতর ভালো
পদক্ষেপ নেয়ার এখনই উপযুক্ত সময়। এছাড়া কম্পিউটার শিক্ষা গ্রহণ করে অনেক লোক আমাদের
দেশেও চাকরি পেতে সক্ষম। সর্বোপরি, কম্পিউটার শিক্ষা ছাড়া একটি জাতির উন্নতি একেবারেই
অসম্ভব।
শব্দে
শব্দে ইংরেজি থেকে বাংলা অনুবাদ
1.
Nowadays computer education becomes a crying need. আজকাল কম্পিউটার শিক্ষা একান্ত
জরুরি হয়ে দাঁড়িয়েছে।
(Nowadays
– আজকাল, computer education – কম্পিউটার শিক্ষা, becomes – হয়ে দাঁড়িয়েছে, a
crying need – একান্ত জরুরি/চরম প্রয়োজন।)
2.
We know that computer is one of the most wonderful inventions of modern
science. আমরা জানি কম্পিউটার আধুনিক বিজ্ঞানের সবচেয়ে বিস্ময়কর আবিষ্কারগুলোর একটি।
(We
– আমরা, know – জানি, that – যে, computer – কম্পিউটার, is – হলো, one of – একটি,
the most wonderful – সবচেয়ে বিস্ময়কর, inventions – আবিষ্কার, of modern
science – আধুনিক বিজ্ঞানের।)
3.
It is called 'An electronic brain'. এটিকে ‘একটি বৈদ্যুতিক মস্তিষ্ক’ বলা হয়।
(It
– এটি, is called – বলা হয়, 'An electronic brain' – ‘একটি বৈদ্যুতিক মস্তিষ্ক’।)
4.
It has greatly benefited us and brought about a revolutionary change in our
life. এটি আমাদের অনেক উপকার করেছে এবং আমাদের জীবনে এক বৈপ্লবিক পরিবর্তন এনেছে।
(It
– এটি, has greatly benefited – ব্যাপকভাবে উপকৃত করেছে, us – আমাদের, and – এবং,
brought about – এনেছে, a revolutionary change – একটি বৈপ্লবিক পরিবর্তন, in our
life – আমাদের জীবনে।)
5.
For example, it can do extremely complicated work in all branches of learning. উদাহরণস্বরূপ,
এটি জ্ঞান-বিজ্ঞানের সব শাখায় অতি জটিল কাজ করতে পারে।
(For
example – উদাহরণস্বরূপ, it – এটি, can do – করতে পারে, extremely complicated
work – অত্যন্ত জটিল কাজ, in all branches – সব শাখায়, of learning – জ্ঞান-বিজ্ঞানের।)
6.
It can solve the most complex mathematical problems. এটি সবচেয়ে জটিল গাণিতিক সমস্যাগুলোর
সমাধান করতে পারে।
(It
– এটি, can solve – সমাধান করতে পারে, the most complex – সবচেয়ে জটিল,
mathematical problems – গাণিতিক সমস্যা।)
7.
It can put thousands of unrelated facts in order. এটি হাজার হাজার অসংলগ্ন তথ্যকে
সাজাতে পারে।
(It
– এটি, can put – সাজাতে পারে, thousands – হাজার হাজার, of unrelated facts – অসংলগ্ন
তথ্য, in order – সঠিকভাবে।)
8.
It can handle millions of problems in a few seconds without any confusion. এটি কোনো
বিভ্রান্তি ছাড়াই কয়েক সেকেন্ডে লাখ লাখ সমস্যার সমাধান করতে পারে।
(It
– এটি, can handle – মোকাবিলা করতে পারে/সমাধান করতে পারে, millions of problems –
লাখ লাখ সমস্যা, in a few seconds – কয়েক সেকেন্ডে, without any confusion – কোনো
বিভ্রান্তি ছাড়াই।)
9.
It can run a business, play chess or even compose music. এটি একটি ব্যবসা চালাতে
পারে, দাবা খেলতে পারে এমনকি গানও রচনা করতে পারে।
(It
– এটি, can run – চালাতে পারে, a business – একটি ব্যবসা, play chess – দাবা খেলতে,
or even – এমনকি, compose music – গান রচনা করতে।)
10.
Moreover, it is widely used in the field of space administration,
telecommunication, air traffic control and navigator of ships. অধিকন্তু এটি মহাকাশ
গবেষণা, টেলিযোগাযোগ, বিমান চলাচল নিয়ন্ত্রণ এবং জাহাজ পরিচালনায় ব্যাপকভাবে ব্যবহৃত
হচ্ছে।
(Moreover
– অধিকন্তু, it – এটি, is widely used – ব্যাপকভাবে ব্যবহৃত হয়, in the field of
– ক্ষেত্রে, space administration – মহাকাশ গবেষণা, telecommunication – টেলিযোগাযোগ,
air traffic control – বিমান চলাচল নিয়ন্ত্রণ, and – এবং, navigator of ships – জাহাজ
পরিচালনা।)
11.
So we can see that at present computer is used in every sector of life. সুতরাং আমরা
দেখতে পাই যে বর্তমানে কম্পিউটার জীবনের প্রতিটি ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে।
(So
– সুতরাং, we – আমরা, can see – দেখতে পারি, that – যে, at present – বর্তমানে,
computer – কম্পিউটার, is used – ব্যবহৃত হচ্ছে, in every sector – প্রতিটি ক্ষেত্রে,
of life – জীবনের।)
12.
If we do not have training on computer, we shall tackle various problems every
moment. যদি আমাদের কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ না থাকে, তাহলে আমরা প্রতি মুহূর্তে
নানা সমস্যার সম্মুখীন হব।
(If
– যদি, we – আমরা, do not have – না রাখি, training – প্রশিক্ষণ, on computer – কম্পিউটারে,
we shall – আমরা হবো, tackle – মোকাবিলা করবো, various problems – নানান সমস্যা,
every moment – প্রতি মুহূর্তে।)
13.
Furthermore, to cope with global world, computer education is a must at
present. তাছাড়া, বিশ্বায়নের সাথে তাল মিলিয়ে চলতে কম্পিউটার শিক্ষা বর্তমানে অত্যাবশ্যক।
(Furthermore
– তাছাড়া, to cope with – খাপ খাওয়াতে, global world – বিশ্বায়িত পৃথিবীর সাথে,
computer education – কম্পিউটার শিক্ষা, is a must – অত্যাবশ্যক, at present – বর্তমানে।)
14.
If we have computer education we shall be able to prevent misuse of our time
and energy by using computer in an effective way. যদি আমাদের কম্পিউটার শিক্ষা থাকে,
তাহলে আমরা কম্পিউটারকে কার্যকরভাবে ব্যবহার করে আমাদের সময় ও শক্তির অপচয় রোধ করতে
পারব।
(If
– যদি, we have – আমাদের থাকে, computer education – কম্পিউটার শিক্ষা, we shall
be able – আমরা সক্ষম হব, to prevent – প্রতিরোধ করতে, misuse – অপচয়, of our
time and energy – আমাদের সময় ও শক্তির, by using – ব্যবহার করে, computer – কম্পিউটার,
in an effective way – কার্যকরভাবে।)
15.
Foreign countries like America, Germany and many other countries are interested
to take thousands of IT specialists from our country. আমেরিকা, জার্মানি এবং অন্যান্য
অনেক বিদেশি দেশ আমাদের দেশ থেকে হাজার হাজার আইটি বিশেষজ্ঞ নিতে আগ্রহী।
(Foreign
countries – বিদেশি দেশগুলো, like – যেমন, America – আমেরিকা, Germany – জার্মানি,
and many other countries – এবং অন্যান্য অনেক দেশ, are interested – আগ্রহী, to
take – নিতে, thousands of – হাজার হাজার, IT specialists – আইটি বিশেষজ্ঞ, from
our country – আমাদের দেশ থেকে।)
16.
It is high time we took better steps for computer education to avail ourselves
of this golden opportunity. এখনই সময় আমরা কম্পিউটার শিক্ষার জন্য আরও ভালো পদক্ষেপ
গ্রহণ করি, যেন আমরা এই সুবর্ণ সুযোগকে কাজে লাগাতে পারি।
(It
is high time – এখনই সময়, we took – আমরা গ্রহণ করি, better steps – আরও ভালো পদক্ষেপ,
for computer education – কম্পিউটার শিক্ষার জন্য, to avail ourselves of – নিজেদের
কাজে লাগানোর জন্য, this golden opportunity – এই সুবর্ণ সুযোগ।)
17.
Besides this, by taking computer education, many people will be able to get job
in our country also. এছাড়াও, কম্পিউটার শিক্ষা গ্রহণ করে অনেক মানুষ আমাদের দেশেও
চাকরি পেতে পারবে।
(Besides
this – এছাড়াও, by taking – গ্রহণ করে, computer education – কম্পিউটার শিক্ষা,
many people – অনেক মানুষ, will be able – পারবে, to get job – চাকরি পেতে, in our
country also – আমাদের দেশেও।)
18.
After all, it is impossible for a nation to prosper without computer education.
সবশেষে, একটি জাতির জন্য কম্পিউটার শিক্ষা ছাড়া উন্নতি করা অসম্ভব।
(After
all – সবশেষে, it is impossible – এটি অসম্ভব, for a nation – একটি জাতির জন্য, to
prosper – উন্নতি করতে, without – ছাড়া, computer education – কম্পিউটার শিক্ষা।)