আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আর আমিও আল্লাহর অশেষ কৃপা ও রহমতে ভালো আছি। অনেক দিন পর আবারো আপনাদের মাঝে একটি নতুন পোস্ট নিয়ে হাজির হলাম। আশা করি আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন। আর আজ আপনাদের মাঝে শেয়ার করবো করোনা ভাইরাস থেকে বাঁচতে যে দোয়া পড়বেন । যদি এতে আপনারা উপকৃত হন, তাহলে কমেন্ট করতে ভূলবেননা। আর এই ওয়েবপেইজ এর মাধ্যমে যদি একটু ও লাভবান হন, তাহলে ওয়েবপেইজটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং অন্যকে জানার সুযোগ করে দিন।
করোনাভাইরাস একটি মহামারি রোগ। আর মহামারী থেকে বাঁচার জন্য আমাদের প্রিয় নবী (সঃ) সব সময় নিন্মের দোয়া টি সর্বদা পাঠ করতেন। আর সেই দোয়া টা নিন্মরুপ ………
আরবি উচ্চারণঃ
اللَّهمَّ إِنِّي أَعُوُذُ بِكَ مِنَ الْبرَصِ، وَالجُنُونِ، والجُذَامِ، وسّيءِ الأَسْقامِ.
বাংলা উচ্চারণ:
আল্লাহুম্মা ইন্নি আ’য়ুজুবিকা মিনাল বারাছ, ওয়াল জুনুন ওয়াল জুযাম, ওয়া সায়্যিইল আসক্বাম।
বাংলা অর্থ:
হেআল্লাহ, আমিতোমারনিকটধবল, কুষ্ঠএবংউন্মাদনা সহ সব ধরনের কঠিন দূরারোগ্য ব্যাধি থেকে পানাহ চাই। [সুনানআবুদাউদ]
ইনশাআল্লাহ দয়ামায় আল্লাহ্ তায়ালা এই মহামারী থেকে প্রিয় নবী (সঃ) এর উসিলায় আমাদেরকে এবং সারা বিশ্বের মানুষদেরকে এই বিপদ থেকে উদ্ধার করবেন। (আমিন)