করোনা ভাইরাস কি এবং এর থেকে প্রতিকার পাওয়ার উপায়


করোনা ভাইরাস(Corona Virus) বর্তমান এটি একটি অন্তত্য সুপরিচিত নাম। করোনা ভাইরাস ২০১৯ সালের ৩১ ডিসেম্বর চিনের উহান শহরে করোনাভাইরাসের সক্রামন দেখা দেয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা  (WHO) ভাইরাসটিকে  ‘’২০১৯-এনসিওভি’’ নামে নামকরন করে। ২৬-০৩-২০২০ পর্যন্ত সারা বিশ্বে ১৫১ টি দেশে কোভিড১৯ সংক্রমিত হয়েছে।






যেভাবে ভাইরাস টি বিস্তার লাভ করেঃ


. হাঁচি কাশির মাধ্যমে।

. আক্রান্ত ব্যক্তি কে স্পর্শ এর মাধ্যমে।

. ভাইরাস আক্রান্ত ব্যক্তিদের ব্যবহিত বস্তর মাধ্যমে।

. অযথা নাকে, কানে , চোখে হাত দেওয়ার মাধ্যমে।




এই রোগের সাধারন লক্ষনগুলো হলোঃ


. জ্বর থাকা।

. শুষ্ক কাশি।

. মাথাব্যথা।

. গলাব্যথা।

. বমি হওয়া।

. অবসাদ।

. অঙ্গ বিকল হওয়া।

. পেটে সমস্যা।



নোটঃ উপরোল্লিখিত সমস্যা গুলো এক সাথে দেখা দিলেও , কখনো কখনো  জ্বর থাকে না।



এই ভাইরাস থেকে মুক্তি পাওয়ার উপায়ঃ


. ভালো করে সাবান দিয়ে হাত ধুতে হবে।

. হাঁচি কাশির সময় মুখে কাপড় অথবা কুনুই দিয়ে ডেকে রাখতে হবে।

. ডিমমাংস ভালো ভাবে সিদ্ধ করতে হবে।

. বণ্যপ্রানি গৃহপালিত পশুপাখি খালি হাতে স্পর্শ থেকে বিরত থাকতে হবে।

. মুখে মাক্স অথবা রুমাল ব্যবহার করতে হবে।

. পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে।

. ঠান্ডা পানিয় থেকে বিরত থাকতে হবে।

. গরম পানিয় পান করা অথবা কুলকুচি করা।

৯. অযথা গরের বাহিরে না যাওয়া।

১০. বেশি বেশি ইস্তেগপার পাঠ করা।



করোনাভাইরাস থেকে বাঁচার ইসলামিক ঊপায়ঃ


০১.

করোনাভাইরাস একটি মহামারি রোগ। আর মহামারী থেকে বাঁচার জন্য আমাদের প্রিয় নবী (সঃ) সব সময় নিন্মের দোয়া টি সর্বদা পাঠ করতেন। আর সেই দোয়া  নিন্মরুপ ………



আরবি উচ্চারণঃ


اللَّهمَّ إِنِّي أَعُوُذُ بِكَ مِنَ الْبرَصِ، وَالجُنُونِ، والجُذَامِ، وسّيءِ الأَسْقامِ


বাংলা উচ্চারণ:

আল্লাহুম্মা ইন্নি য়ুজুবিকা মিনাল বারাছ, ওয়াল জুনুন ওয়াল জুযাম, ওয়া সায়্যিইল আসক্বাম।


বাংলা অর্থ:

হেআল্লাহ, আমিতোমারনিকটধবল, কুষ্ঠএবংউন্মাদনা সহ সব ধরনের কঠিন দূরারোগ্য ব্যাধি থেকে পানাহ চাই।
[সুনানআবুদাউদ]

০২. প্রতিদিন ০৫ ওয়াক্ত নামাজ পড়া এবং আল্লাহর কাছে এই মহামারী থেকে পানাহ চাওয়া।

ইনশাআল্লাহ দয়াময় আল্লাহ্তায়ালা এই মহামারী থেকে প্রিয় নবী (সঃ) এর উসিলায় আমাদের এই বাংলাদেশকে এবং সারা বিশ্বের মানুষদেরকে এই বিপদ থেকে উদ্ধার করবেন। (আমিন)

About the author

AHSHAN HABIB
Hello! I am Ahshan Habib. Blogging is My Hobby and I Would Like to Share my Knowledge With Everyone. Here I Will Share Every Day About Education, Technology, and Programming. So Stay With us And Share my Page on Your Social Platform.

Post a Comment