Paragraph A Village Market বাংলা অর্থসহ

  A Village Market Paragraph  ( একটি গ্রাম্য বাজার )   A village market is a buying and selling center of villagers. It is, in fact, t...

 A Village Market Paragraph (একটি গ্রাম্য বাজার)

 

A village market is a buying and selling center of villagers. It is, in fact, the primary center to meet the people's need and gear up their economic development. A village market is generally situated on the bank of a small river or canal or by the side of a highway. More often it sits on cross-roads. Thus it is connected with neighbouring villages with a network of communication facilities. In low-lying areas the villagers come to market by small boats. It sits once or twice in a week and in the afternoon. Besides serving economic purposes, a village market has a great social importance also. It is a meeting place of the villagers. Here they meet and greet their friends and relatives who also come to buy and sell their things. Thus they share and exchange their joys and sorrows and renew their contacts. In a word, a village market is regarded to the villagers as an assembly of need and recreation.


বাংলা অনুবাদ : গ্রাম্য বাজার গ্রামবাসীদের ক্রয়-বিক্রয়ের স্থান। এটা আসলে মানুষের দৈনন্দিন প্রয়োজন মেটানোর এবং অর্থনৈতিক উন্নয়নকে চাঙ্গা রাখার প্রাথমিক কেন্দ্র। সাধারণত নদী বা খালের পাড়ে অথবা রাস্তার পাশে গ্রাম্য বাজার বসে। এটা প্রায়ই দুই রাস্তার সংযোগস্থলে বসে। এভাবে এটা প্রতিবেশী গ্রামগুলোর সাথে সংযোগ স্থাপন করে। নিচু অঞ্চলের গ্রামের লোকেরা ছোট ছোট নৌকায় করে বাজারে আসে। এটা সপ্তাহে একবার অথবা দু'বার বিকেলবেলায় বসে। অর্থনৈতিক কারণ ছাড়া গ্রাম্য বাজারের সামাজিক গুরুত্বও রয়েছে। এটা গ্রামবাসীদের মিলনস্থল। এখানে তারা বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন যারা বেচাকেনা করতে আসে, তাদের সাথে দেখা করে। এভাবে তারা তাদের আনন্দ ও দুঃখ ভাগাভাগি ও বদল করে এবং তাদের যোগাযোগ ও সম্পর্ক নবায়ন করে নেয়। এককথায়, গ্রাম্য বাজার গ্রামবাসীদের নিকট একটি প্রয়োজন ও বিনোদনের সম্মেলন হিসেবে বিবেচিত হয়।

 

ইংরেজি বাক্য থেকে বাংলা অনুবাদ


1. A village market is a buying and selling center of villagers. (গ্রাম্য বাজার গ্রামবাসীদের ক্রয়-বিক্রয়ের স্থান।)

2. It is, in fact, the primary center to meet the people's need and gear up their economic development. (এটা আসলে মানুষের দৈনন্দিন প্রয়োজন মেটানোর এবং অর্থনৈতিক উন্নয়নকে চাঙ্গা রাখার প্রাথমিক কেন্দ্র।)

3. A village market is generally situated on the bank of a small river or canal or by the side of a highway. (সাধারণত নদী বা খালের পাড়ে অথবা রাস্তার পাশে গ্রাম্য বাজার বসে।)

4. More often it sits on cross-roads. (এটা প্রায়ই দুই রাস্তার সংযোগস্থলে বসে।)

5. Thus it is connected with neighbouring villages with a network of communication facilities. (এভাবে এটা প্রতিবেশী গ্রামগুলোর সাথে সংযোগ স্থাপন করে।)

6. In low-lying areas the villagers come to market by small boats. (নিচু অঞ্চলের গ্রামের লোকেরা ছোট ছোট নৌকায় করে বাজারে আসে।)

7. It sits once or twice in a week and in the afternoon. (এটা সপ্তাহে একবার অথবা দু'বার বিকেলবেলায় বসে।)

8. Besides serving economic purposes, a village market has a great social importance also. (অর্থনৈতিক কারণ ছাড়া গ্রাম্য বাজারের সামাজিক গুরুত্বও রয়েছে।)

9. It is a meeting place of the villagers. (এটা গ্রামবাসীদের মিলনস্থল।)

10. Here they meet and greet their friends and relatives who also come to buy and sell their things. (এখানে তারা বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন যারা বেচাকেনা করতে আসে, তাদের সাথে দেখা করে।)

11. Thus they share and exchange their joys and sorrows and renew their contacts. (এভাবে তারা তাদের আনন্দ ও দুঃখ ভাগাভাগি ও বদল করে এবং তাদের যোগাযোগ ও সম্পর্ক নবায়ন করে নেয়।)

12. In a word, a village market is regarded to the villagers as an assembly of need and recreation. (এককথায়, গ্রাম্য বাজার গ্রামবাসীদের নিকট একটি প্রয়োজন ও বিনোদনের সম্মেলন হিসেবে বিবেচিত হয়।)

 

শব্দে শব্দে ইংরেজি থেকে বাংলা অনুবাদ


1. A village market – গ্রাম্য বাজার, is – হলো, a buying and selling center – একটি ক্রয়-বিক্রয় কেন্দ্র, of villagers – গ্রামবাসীদের।

2. It is – এটি, in fact – আসলে, the primary center – প্রাথমিক কেন্দ্র, to meet – মেটানোর জন্য, the people's need – মানুষের প্রয়োজন, and gear up – এবং চাঙ্গা রাখা, their economic development – তাদের অর্থনৈতিক উন্নয়ন।

3. A village market – গ্রাম্য বাজার, is generally situated – সাধারণত অবস্থিত, on the bank – তীরে, of a small river – একটি ছোট নদী, or canal – অথবা খাল, or by the side – অথবা পাশেই, of a highway – একটি সড়কের।

4. More often – প্রায়ই, it sits – এটি বসে, on cross-roads – দুই রাস্তার সংযোগস্থলে।

5. Thus – এভাবে, it is connected – এটি সংযুক্ত, with neighbouring villages – প্রতিবেশী গ্রামগুলোর সাথে, with a network of communication facilities – যোগাযোগ সুবিধার একটি নেটওয়ার্ক দ্বারা।

6. In low-lying areas – নিচু অঞ্চলে, the villagers – গ্রামবাসীরা, come to market – বাজারে আসে, by small boats – ছোট নৌকায়।

7. It sits – এটি বসে, once or twice in a week – সপ্তাহে একবার অথবা দু'বার, and in the afternoon – এবং বিকেলে।

8. Besides serving economic purposes – অর্থনৈতিক উদ্দেশ্য পূরণের পাশাপাশি, a village market – একটি গ্রাম্য বাজার, has a great social importance also – সামাজিক গুরুত্বও রয়েছে।

9. It is – এটি, a meeting place – একটি মিলনস্থল, of the villagers – গ্রামবাসীদের।

10. Here they meet and greet – এখানে তারা দেখা করে এবং শুভেচ্ছা জানায়, their friends and relatives – তাদের বন্ধু-বান্ধব ও আত্মীয়স্বজন, who also come – যারা এছাড়াও আসে, to buy and sell their things – তাদের পণ্য কিনতে এবং বিক্রি করতে।

11. Thus – এভাবে, they share and exchange – তারা ভাগ করে এবং বিনিময় করে, their joys and sorrows – তাদের আনন্দ এবং দুঃখ, and renew their contacts – এবং তাদের যোগাযোগ ও সম্পর্ক নবায়ন করে নেয়।

12. In a word – এককথায়, a village market – একটি গ্রাম্য বাজার, is regarded – গণ্য হয়, to the villagers – গ্রামবাসীদের কাছে, as an assembly – একটি সম্মেলন হিসেবে, of need and recreation – প্রয়োজন ও বিনোদন।

COMMENTS

Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content