Study tour is very helpful to extend
the wisdom of a student. It helps a student to see the unseen, to know the
unknown and to explore the unexplored. In the last winter, we, the students of
Sonapur Karamotia Alia Madrasah of Noakhali arranged a study tour. We decided
to go to Sonargaon, a historical site of our country. We were two hundred
students. Our English teacher Md Kamran accompanied with us. Four big luxurious
buses were hired for that purpose. On the fixed day, we started our journey at
8:00am from our madrasah compound. The sights on either side of the road were
very charming. After a long journey, we reached our destination at about 11:30
am. In the spot, we visited the Folk Art Museum and Joynul Abedin Memorial
Museum. Then we visited the prominent ancient city, Panamanagar. We also saw
the 'Mazar' and 'Dighi' of Sona Bibi and the Mazar of Sultan Giasuddin Azam
Shah. All these things gave us much pleasure. But among these the worth-seeing
ancient Islamic architecture charmed me most. However, after staying there for
about five hours, we returned our madrasah at 7:30pm. In fact, the day was very
enjoyable to us and we achieved some new experience from this study tour.
বাংলা অনুবাদ : শিক্ষা সফর একজন ছাত্রের জ্ঞান বিস্তৃত করতে অত্যন্ত সহায়ক। এটি একজন ছাত্রকে অদেখাকে দেখতে, অজানাকে জানতে এবং অনুদ্ঘাটিতকে উদঘাটন করতে সহায়তা করে। গত শীতে আমরা নোয়াখালীর সোনাপুর কারামতিয়া আলিয়া মাদরাসার ছাত্ররা এক শিক্ষা সফরের আয়োজন করেছিলাম। আমরা আমাদের দেশের একটি ঐতিহাসিক স্থান সোনারগাঁ যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আমরা ২০০ জন ছাত্র ছিলাম। আমাদের ইংরেজি শিক্ষক মোঃ কামরান আমাদের সাথে ছিলেন। ওই উদ্দেশ্যে চারটি বৃহৎ বিলাসবহুল বাস ভাড়া করা হয়েছিল। নির্দিষ্ট দিনে আমরা আমাদের মাদরাসা চত্বর থেকে সকাল ৮টায় রওয়ানা হয়েছিলাম। রাস্তার উভয় পার্শ্বের দৃশ্যাবলি ছিল অত্যন্ত মনোরম। দীর্ঘক্ষণ ভ্রমণের পর সকাল ১১:৩০ টার দিকে আমরা গন্তব্যে পৌঁছলাম। গন্তব্যস্থলে আমরা লোক-শিল্প যাদুঘর এবং জয়নুল আবেদীন স্মৃতি যাদুঘর পরিদর্শন করেছিলাম। তারপর আমরা বিখ্যাত প্রাচীন শহর 'পানামানগর' পরিদর্শন করেছিলাম। আমরা সোনা বিবির মাজার ও দীঘি এবং সুলতান . গিয়াসউদ্দীন আযম শাহের মাজারও দেখেছিলাম। এ সমস্ত জিনিস আমাদেরকে প্রচুর আনন্দ দিয়েছিল। এসবের মধ্যে দর্শনীয় প্রাচীন ইসলামী স্থাপত্য আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছিল। যাহোক সেখানে প্রায় পাঁচ ঘণ্টা অবস্থান করার পর সন্ধ্যা ৭:৩০ মিনিটে আমাদের মাদরাসায় ফিরে এলাম। প্রকৃতপক্ষে, দিনটি ছিল আমাদের নিকট খুবই উপভোগ্য এবং আমরা এই শিক্ষা সফর থেকে কিছু নতুন অভিজ্ঞতা অর্জন করেছিলাম।