Advertisement on TV Paragraph বাংলা অর্থসহ

Advertisement on TV Paragraph (টেলিভিশনে বিজ্ঞাপন)

 

Advertisement is a commercial art. Advertisement means the way of making something known and familiar among the people. With the development of science, the stream of advertisement has also been changed. In the past a canvasser spoke highly of his products in the hat or bazar and did the work of advertisement. In modern era there are several means of advertisement including newspaper, radio, internet, wall writing, poster etc. But nowadays television has become the most popular medium of advertisement. In the television we do not watch only the advertisement of our local products but also the advertisements of foreign products. by virtue of satellite technology. The people from one corner of the world are getting familiar with products of another corner of the world. In television advertisements, we can see many famous artists, players, and intellectuals as playing the role of models. In fact, in the present competitive world advertisement has no alternative but sometimes many people are being deceived by the pompous advertisement on television. So precautionary steps should be taken to stop deceptive advertisement.


বাংলা অনুবাদ : বিজ্ঞাপন এক প্রকার বাণিজ্যিক কৌশল। বিজ্ঞাপন বলতে কোনো জিনিস লোকজনের নিকট পরিচিত করে তোলার প্রক্রিয়াকে বোঝায়। বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে সঙ্গে বিজ্ঞাপনের ধারাতেও পরিবর্তন এসেছে। অতীতে একজন ক্যানভাসার হাটে অথবা বাজারে কোনো দ্রব্যসামগ্রী নিয়ে বক্তৃতা দিত এবং এভাবে বিজ্ঞাপনের কাজ করতো। আধুনিক যুগে বিজ্ঞাপনের অনেকগুলো মাধ্যম আছে যেমন- সংবাদপত্র, রেডিও, ইন্টারনেট, দেয়াল লিখন, পোষ্টার ইত্যাদি। কিন্তু এখন টেলিভিশনই বিজ্ঞাপনের জনপ্রিয় মাধ্যম হিসেবে গড়ে উঠেছে। স্যাটেলাইটের বদৌলতে আমরা বর্তমানে টেলিভিশনে শুধু আমাদের দেশের সামগ্রী সম্বন্ধেই অবগত হই না, বরং বিদেশি সামগ্রী সম্পর্কেও অবগত হতে পারি। পৃথিবীর এক প্রান্তের মানুষ অন্য প্রান্তের দ্রব্যাদি সম্পর্কে পরিচিত হতে পারে। টেলিভিশন বিজ্ঞাপনে আমরা অনেক পরিচিত শিল্পী, খেলোয়াড়, বিশিষ্টজনকে মডেল হিসেবে দেখি। প্রকৃতপক্ষে, বর্তমান প্রতিযোগিতাপূর্ণ বিশ্বে বিজ্ঞাপনের কোনো বিকল্প নেই, যদিও আমরা অনেক সময় টেলিভিশনে জাঁকজমকপূর্ণ বিজ্ঞাপন দেখে প্রতারিত হই। তাই প্রতারণামূলক বিজ্ঞাপন বন্ধ করতে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত।

 

ইংরেজি বাক্য থেকে বাংলা অনুবাদ


1. Advertisement is a commercial art. (বিজ্ঞাপন এক প্রকার বাণিজ্যিক কৌশল।)

2. Advertisement means the way of making something known and familiar among the people. (বিজ্ঞাপন বলতে কোনো জিনিস লোকজনের নিকট পরিচিত করে তোলার প্রক্রিয়াকে বোঝায়।)

3. With the development of science, the stream of advertisement has also been changed.  (বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে সঙ্গে বিজ্ঞাপনের ধারাতেও পরিবর্তন এসেছে।)

4. In the past a canvasser spoke highly of his products in the hat or bazar and did the work of advertisement. (অতীতে একজন ক্যানভাসার হাটে অথবা বাজারে কোনো দ্রব্যসামগ্রী নিয়ে বক্তৃতা দিত এবং এভাবে বিজ্ঞাপনের কাজ করতো।)

5. In modern era there are several means of advertisement including newspaper, radio, internet, wall writing, poster etc. (আধুনিক যুগে বিজ্ঞাপনের অনেকগুলো মাধ্যম আছে যেমন- সংবাদপত্র, রেডিও, ইন্টারনেট, দেয়াল লিখন, পোষ্টার ইত্যাদি।)

6. But nowadays television has become the most popular medium of advertisement. (কিন্তু এখন টেলিভিশনই বিজ্ঞাপনের জনপ্রিয় মাধ্যম হিসেবে গড়ে উঠেছে।)

7. In the television we do not watch only the advertisement of our local products but also the advertisements of foreign products. (স্যাটেলাইটের বদৌলতে আমরা বর্তমানে টেলিভিশনে শুধু আমাদের দেশের সামগ্রী সম্বন্ধেই অবগত হই না, বরং বিদেশি সামগ্রী সম্পর্কেও অবগত হতে পারি।)

8. By virtue of satellite technology. (স্যাটেলাইটের বদৌলতে।)

9. The people from one corner of the world are getting familiar with products of another corner of the world. (পৃথিবীর এক প্রান্তের মানুষ অন্য প্রান্তের দ্রব্যাদি সম্পর্কে পরিচিত হতে পারে।)

10. In television advertisements, we can see many famous artists, players, and intellectuals as playing the role of models. (টেলিভিশন বিজ্ঞাপনে আমরা অনেক পরিচিত শিল্পী, খেলোয়াড়, বিশিষ্টজনকে মডেল হিসেবে দেখি।)

11. In fact, in the present competitive world advertisement has no alternative but sometimes many people are being deceived by the pompous advertisement on television. (প্রকৃতপক্ষে, বর্তমান প্রতিযোগিতাপূর্ণ বিশ্বে বিজ্ঞাপনের কোনো বিকল্প নেই, যদিও আমরা অনেক সময় টেলিভিশনে জাঁকজমকপূর্ণ বিজ্ঞাপন দেখে প্রতারিত হই।)

12. So precautionary steps should be taken to stop deceptive advertisement. (তাই প্রতারণামূলক বিজ্ঞাপন বন্ধ করতে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত।)

 

শব্দে শব্দে ইংরেজি থেকে বাংলা অনুবাদ


1. Advertisement – বিজ্ঞাপন, is – হলো, a commercial art – একটি বাণিজ্যিক কৌশল।

2. Advertisement – বিজ্ঞাপন, means – মানে, the way – পথ, of making – তৈরি করার, something known – কিছু জানানো, and familiar – এবং পরিচিত, among the people – মানুষের মধ্যে।

3. With the development – বিকাশের সাথে, of science – বিজ্ঞান, the stream – ধারাটি, of advertisement – বিজ্ঞাপনের, has also been changed – পরিবর্তিত হয়েছে।

4. In the past – অতীতে, a canvasser – একজন ক্যানভাসার, spoke highly of – উচ্চ প্রশংসা করত, his products – তার পণ্যসমূহ, in the hat or bazar – হাট বা বাজারে, and did the work – এবং কাজ করত, of advertisement – বিজ্ঞাপনের।

5. In modern era – আধুনিক যুগে, there are – আছে, several means – বিভিন্ন মাধ্যম, of advertisement – বিজ্ঞাপনের, including newspaper, radio, internet, wall writing, poster etc. – এর মধ্যে সংবাদপত্র, রেডিও, ইন্টারনেট, দেয়াল লিখন, পোষ্টার ইত্যাদি।

6. But nowadays – কিন্তু বর্তমানে, television – টেলিভিশন, has become – হয়ে উঠেছে, the most popular medium – সবচেয়ে জনপ্রিয় মাধ্যম, of advertisement – বিজ্ঞাপনের।

7. In the television – টেলিভিশনে, we do not watch – আমরা দেখি না, only the advertisement – শুধু বিজ্ঞাপন, of our local products – আমাদের দেশীয় পণ্য, but also – বরং, the advertisements – বিজ্ঞাপনগুলো, of foreign products – বিদেশি পণ্য।

8. By virtue of satellite technology – স্যাটেলাইট প্রযুক্তির বদৌলতে।

9. The people – মানুষ, from one corner – এক কোণ থেকে, of the world – পৃথিবী, are getting familiar – পরিচিত হচ্ছে, with products – পণ্যের সাথে, of another corner – অন্য কোণ, of the world – পৃথিবী।

10. In television advertisements – টেলিভিশন বিজ্ঞাপনে, we can see – আমরা দেখতে পারি, many famous artists, players, and intellectuals – অনেক পরিচিত শিল্পী, খেলোয়াড়, এবং বুদ্ধিজীবী, as playing the role – মডেল হিসেবে, of models – মডেল।

11. In fact – প্রকৃতপক্ষে, in the present competitive world – বর্তমান প্রতিযোগিতামূলক পৃথিবীতে, advertisement has no alternative – বিজ্ঞাপনের কোনো বিকল্প নেই, but sometimes – তবে কখনো কখনো, many people – অনেক মানুষ, are being deceived – প্রতারিত হচ্ছে, by the pompous advertisement – জাঁকজমকপূর্ণ বিজ্ঞাপন, on television – টেলিভিশনে।

12. So precautionary steps – তাই সতর্কতামূলক পদক্ষেপ, should be taken – গ্রহণ করা উচিত, to stop – বন্ধ করার জন্য, deceptive advertisement – প্রতারক বিজ্ঞাপন।

About the author

AHSHAN HABIB
Hello! I am Ahshan Habib. Blogging is My Hobby and I Would Like to Share my Knowledge With Everyone. Here I Will Share Every Day About Education, Technology, and Programming. So Stay With us And Share my Page on Your Social Platform.

إرسال تعليق