A Tea Party Paragraph বাংলা অর্থসহ

A Tea Party Paragraph ( চা চক্র ) Nowadays tea party has become a part and parcel of our culture. We often give a tea party to celebrate ...

A Tea Party Paragraph (চা চক্র)


Nowadays tea party has become a part and parcel of our culture. We often give a tea party to celebrate something or are often invited by our friends or relatives to take part in a tea party. In a tea party not only tea but also some snacks are served. It is generally held in the evening or in the afternoon. Last week I took part in a tea party that was thrown by one of my bosom friends to celebrate the victory of Bangladesh football team over India in the SAF Games. All of our friends gathered at his house according to the schedule. To make accommodation and the party enjoyable my friend had totally occupied the roof for that evening and it also turned into a short music party. One of his servants served some snacks among us at first. While taking the snacks we were talking about the performance of the Bangladeshi players. We grew tired discussing so much on this matter but when the tea was served we became fresh and returned to our discussion with new energy. A cup of tea gave us such an energy that prolonged our discussion. I enjoyed the party very much and I think, in the busy world, a tea party is very effective for a social gathering.


বাংলা অনুবাদ : আজকাল চা-চক্র আমাদের সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে দাড়িয়েছে। আমরা এখন কোনো কিছু উদযাপন করতে চা-চক্রের আয়োজন করে থাকি এবং প্রায়শই আমাদের বন্ধু-বান্ধব এবং আত্মীয়ের দ্বারা চা-চক্রে নিমন্ত্রিত হই। চা-চক্রে শুধু চা-ই পরিবেশন করা হয় না কিছু নাস্তারও ব্যবস্থা থাকে। এটি সাধারণত বিকেলে অথবা সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। গত সপ্তাহে সাফ গেমস্-এ বাংলাদেশ ফুটবল দলের ভারতের বিরুদ্ধে বিজয় উপলক্ষে আমার এক ঘনিষ্ঠ বন্ধুর দেয়া চা-চক্রে আমি অংশগ্রহণ করেছিলাম। পূর্ব সময়সূচি অনুসারে আমাদের সকল বন্ধু তার বাসায় সমবেত হয়েছিল। স্থান সংকুলান ও চা-চক্রকে উপভোগ্য করার জন্য আমার বন্ধু সেদিন সন্ধ্যায় তাদের ছাদটি পুরোপুরি দখল করেছিল এবং এটা একটি ছোট সংগীত আসরের রূপ নিয়েছিল। তার এক ভৃত্য প্রথমে আমাদের মধ্যে নাস্তা বিতরণ করল। নাস্তা খেতে খেতে আমরা বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড়দের কৃতিত্ব নিয়ে আলোচনা করলাম। আলোচনা করতে করতে আমরা ক্লান্ত হয়ে পড়েছিলাম, কিন্তু যখন চা বিতরণ করা হলো আমরা সতেজ হয়ে নতুন উদ্যমে আমাদের আলোচনায় অংশ নিলাম। সামান্য এক কাপ চা আমাদের এতটাই প্রনোদনা দিয়েছিল যে আমাদের আড্ডা দীর্ঘস্থায়ী হয়েছিল। আমি চা-চক্রটি খুব উপভোগ করেছিলাম এবং আমার মনে হয়, আধুনিক ব্যস্ত সমাজে চা-চক্র সামাজিক সমাবেশের জন্য খুবই ফলপ্রসূ।

 

ইংরেজি বাক্য থেকে বাংলা অনুবাদ

 

Nowadays tea party has become a part and parcel of our culture. (আজকাল চা-চক্র আমাদের সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে।) We often give a tea party to celebrate something or are often invited by our friends or relatives to take part in a tea party. (আমরা এখন কোনো কিছু উদযাপন করতে চা-চক্রের আয়োজন করে থাকি এবং প্রায়শই আমাদের বন্ধু-বান্ধব এবং আত্মীয়দের দ্বারা চা-চক্রে নিমন্ত্রিত হই।) In a tea party not only tea but also some snacks are served. (চা-চক্রে শুধু চা-ই পরিবেশন করা হয় না, কিছু নাস্তারও ব্যবস্থা থাকে।) It is generally held in the evening or in the afternoon. (এটি সাধারণত বিকেলে অথবা সন্ধ্যায় অনুষ্ঠিত হয়।) Last week I took part in a tea party that was thrown by one of my bosom friends to celebrate the victory of Bangladesh football team over India in the SAF Games. (গত সপ্তাহে সাফ গেমসে বাংলাদেশ ফুটবল দলের ভারতের বিরুদ্ধে বিজয় উপলক্ষে আমার এক ঘনিষ্ঠ বন্ধুর দেওয়া চা-চক্রে আমি অংশগ্রহণ করেছিলাম।) All of our friends gathered at his house according to the schedule. (পূর্ব সময়সূচি অনুসারে আমাদের সকল বন্ধু তার বাসায় সমবেত হয়েছিল।) To make accommodation and the party enjoyable my friend had totally occupied the roof for that evening and it also turned into a short music party. (স্থান সংকুলান ও চা-চক্রকে উপভোগ্য করার জন্য আমার বন্ধু সেদিন সন্ধ্যায় তাদের ছাদটি পুরোপুরি দখল করেছিল এবং এটি একটি ছোট সংগীত আসরের রূপ নিয়েছিল।) One of his servants served some snacks among us at first. (তার এক ভৃত্য প্রথমে আমাদের মধ্যে নাস্তা বিতরণ করল।) While taking the snacks we were talking about the performance of the Bangladeshi players. (নাস্তা খেতে খেতে আমরা বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড়দের কৃতিত্ব নিয়ে আলোচনা করলাম।) We grew tired discussing so much on this matter but when the tea was served we became fresh and returned to our discussion with new energy. (আলোচনা করতে করতে আমরা ক্লান্ত হয়ে পড়েছিলাম, কিন্তু যখন চা পরিবেশন করা হলো, আমরা সতেজ হয়ে নতুন উদ্যমে আমাদের আলোচনায় অংশ নিলাম।) A cup of tea gave us such an energy that prolonged our discussion. (সামান্য এক কাপ চা আমাদের এতটাই প্রেরণা দিয়েছিল যে আমাদের আড্ডা দীর্ঘস্থায়ী হয়েছিল।) I enjoyed the party very much and I think, in the busy world, a tea party is very effective for a social gathering. (আমি চা-চক্রটি খুব উপভোগ করেছিলাম এবং আমার মনে হয়, আধুনিক ব্যস্ত সমাজে চা-চক্র সামাজিক সমাবেশের জন্য খুবই ফলপ্রসূ।) 

 

শব্দে শব্দে ইংরেজি থেকে বাংলা অনুবাদ 


1. Nowadays – আজকাল, tea party – চা-চক্র, has become – হয়ে দাঁড়িয়েছে, a part and parcel – একটি অবিচ্ছেদ্য অংশ, of our culture – আমাদের সংস্কৃতির। 

2. We – আমরা, often – প্রায়শই, give – আয়োজন করি, a tea party – একটি চা-চক্র, to celebrate – উদযাপন করতে, something – কোনো কিছু, or – অথবা, are often invited – প্রায়শই নিমন্ত্রিত হই, by our friends – আমাদের বন্ধুদের দ্বারা, or relatives – অথবা আত্মীয়দের দ্বারা, to take part – অংশগ্রহণ করতে, in a tea party – একটি চা-চক্রে। 

3. In a tea party – চা-চক্রে, not only – শুধু, tea – চা, but also – বরং, some snacks – কিছু নাস্তা, are served – পরিবেশন করা হয়। 

4. It – এটি, is generally – সাধারণত, held – অনুষ্ঠিত হয়, in the evening – সন্ধ্যায়, or – অথবা, in the afternoon – বিকেলে। 

5. Last week – গত সপ্তাহে, I – আমি, took part – অংশগ্রহণ করেছিলাম, in a tea party – একটি চা-চক্রে, that was thrown – যা আয়োজন করেছিল, by one of my bosom friends – আমার এক ঘনিষ্ঠ বন্ধু, to celebrate – উদযাপন করতে, the victory – বিজয়, of Bangladesh football team – বাংলাদেশ ফুটবল দলের, over India – ভারতের বিরুদ্ধে, in the SAF Games – সাফ গেমসে। 

6. All of our friends – আমাদের সকল বন্ধু, gathered – সমবেত হয়েছিল, at his house – তার বাসায়, according to the schedule – পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী। 

7. To make – তৈরি করতে, accommodation – স্থান সংকুলান, and – এবং, the party – চা-চক্রকে, enjoyable – উপভোগ্য, my friend – আমার বন্ধু, had totally occupied – পুরোপুরি দখল করেছিল, the roof – ছাদটি, for that evening – সেদিন সন্ধ্যায়, and – এবং, it also turned into – এটি রূপ নিয়েছিল, a short music party – একটি ছোট সংগীত আসরে। 

8. One of his servants – তার এক ভৃত্য, served – পরিবেশন করল, some snacks – কিছু নাস্তা, among us – আমাদের মধ্যে, at first – প্রথমে। 

9. While taking the snacks – নাস্তা খেতে খেতে, we – আমরা, were talking – আলোচনা করছিলাম, about the performance – কৃতিত্ব নিয়ে, of the Bangladeshi players – বাংলাদেশি খেলোয়াড়দের।  

10. We grew tired – আমরা ক্লান্ত হয়ে পড়েছিলাম, discussing – আলোচনা করতে করতে, so much – এত বেশি, on this matter – এই বিষয়ে, but – কিন্তু, when the tea was served – যখন চা পরিবেশন করা হলো, we became fresh – আমরা সতেজ হয়ে উঠলাম, and returned – এবং ফিরে গেলাম, to our discussion – আমাদের আলোচনায়, with new energy – নতুন উদ্যম নিয়ে। 

11. A cup of tea – এক কাপ চা, gave us – আমাদের দিয়েছিল, such an energy – এমন এক প্রেরণা, that – যা, prolonged – দীর্ঘস্থায়ী করেছিল, our discussion – আমাদের আলোচনা। 

12. I enjoyed – আমি উপভোগ করেছিলাম, the party – চা-চক্রটি, very much – অনেক, and – এবং, I think – আমি মনে করি, in the busy world – আধুনিক ব্যস্ত সমাজে, a tea party – একটি চা-চক্র, is – হলো, very effective – খুবই ফলপ্রসূ, for a social gathering – সামাজিক সমাবেশের জন্য। 

COMMENTS

Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content