A Railway Station Paragraph বাংলা অর্থসহ

  A Railway Station Paragraph  ( একটি রেল স্টেশন ) A railway station is a place for loading and unloading passengers and goods. It may b...

 A Railway Station Paragraph (একটি রেল স্টেশন)

A railway station is a place for loading and unloading passengers and goods. It may be comparatively crowded or lonely in accordance with its location and importance. It is a self-complete complex with raised platforms to accommodate trains and buildings to house the station master's office together with passengers waiting rooms and other offices. It also accommodates godowns, ticket counters as well as the fixtures, fittings and installations that facilitate the arrival, stoppage and departure of trains running up and down. In big stations, corrugated tin sheds are put up overhead as a protection from sun and shower. The usual scene at a railway station is one of din and bustle. It rises to a peak when a passenger train arrives. In fact, the importance of a railway station in our modern, busy life is very great.


বাংলা অনুবাদ : রেলওয়ে স্টেশন যাত্রী ও মালামাল উঠানামানোর স্থান। এটা এর অবস্থান ও গুরুত্ব অনুসারে তুলনামূলকভাবে লোকে লোকারণ্য বা জনশূন্য হতে পারে। এটা একটা স্বয়ংসম্পূর্ণ ভবন বা প্রতিষ্ঠান যেখানে ট্রেনসমূহ দাঁড়ানোর জায়গা থাকে এবং যেখানে যাত্রীদের অপেক্ষা করার ঘর এবং স্টেশন মাস্টারের অফিসসহ অন্যান্য অফিসসমূহ থাকে। এখানে গুদামঘর, টিকেট কাউন্টার, ট্রেনের সময়সূচি সংবলিত স্থাপনা থাকে এবং এর ফলে ট্রেনসমূহের যাতায়াত, যাত্রীদের উঠা-নামায় সুবিধা হয়। বড় রেল স্টেশনগুলোতে রোদ বৃষ্টি থেকে রক্ষার জন্য এর মাথার উপরে ঢেউখেলানো টিনের আচ্ছাদন থাকে। হৈ চৈ ব্যস্ততা হলো রেলস্টেশনের একটি সাধারণ ঘটনা। যখন একটি যাত্রীবাহী ট্রেন আগমন করে তখন এর ব্যস্ততা সর্বোচ্চে পৌঁছায়। বস্তুত, আমাদের আধুনিক ব্যস্ত জীবনে রেলওয়ে স্টেশনের গুরুত্ব অপরিসীম

 

ইংরেজি বাক্য থেকে বাংলা অনুবাদ

1. A railway station is a place of loading and unloading passengers and goods. (রেলওয়ে স্টেশন যাত্রী ও মালামাল উঠানামানোর স্থান।)

2. It may be comparatively crowded or lonely in accordance with its location and importance. (এটা এর অবস্থান ও গুরুত্ব অনুসারে তুলনামূলকভাবে লোকে লোকারণ্য বা জনশূন্য হতে পারে।)

3. It is a self-complete complex with raised platforms to accommodate trains and buildings to house the station master's office together with passengers waiting rooms and other offices. (এটা একটা স্বয়ংসম্পূর্ণ ভবন বা প্রতিষ্ঠান যেখানে ট্রেনসমূহ দাঁড়ানোর জায়গা থাকে এবং যেখানে যাত্রীদের অপেক্ষা করার ঘর এবং স্টেশন মাস্টারের অফিসসহ অন্যান্য অফিসসমূহ থাকে।)

4. It also accommodates godowns, ticket counters as well as the fixtures, fittings and installations that facilitate arrival, stoppage and departure of trains running up and down. (এখানে গুদামঘর, টিকেট কাউন্টার, ট্রেনের সময়সূচি সংবলিত স্থাপনা থাকে এবং এর ফলে ট্রেনসমূহের যাতায়াত, যাত্রীদের উঠা-নামায় সুবিধা হয়।)

5. In big stations corrugated tin sheds are put up overhead as a protection from sun and shower. (বড় রেল স্টেশনগুলোতে রোদ বৃষ্টি থেকে রক্ষার জন্য এর মাথার উপরে ঢেউখেলানো টিনের আচ্ছাদন থাকে।)

6. The usual scene at a railway station is one of din and bustle. (হৈ চৈ ব্যস্ততা হলো রেলস্টেশনের একটি সাধারণ ঘটনা।)

7. It rises to the peak when a passenger train arrives. (যখন একটি যাত্রীবাহী ট্রেন আগমন করে তখন এর ব্যস্ততা সর্বোচ্চে পৌঁছায়।)

8. In fact, the importance of a railway station in our modern busy life is very great. (বস্তুত, আমাদের আধুনিক ব্যস্ত জীবনে রেলওয়ে স্টেশনের গুরুত্ব অপরিসীম।)

 

শব্দে শব্দে ইংরেজি থেকে বাংলা অনুবাদ

1. A railway station – একটি রেলওয়ে স্টেশন, is – হলো, a place – একটি স্থান, of loading and unloading – উঠানো এবং নামানো, passengers and goods – যাত্রী ও মালামাল।

2. It may be – এটি হতে পারে, comparatively crowded – তুলনামূলকভাবে লোকারণ্য, or lonely – অথবা জনশূন্য, in accordance with – এর অনুযায়ী, its location and importance – এর অবস্থান ও গুরুত্ব।

3. It is – এটি, a self-complete complex – একটি স্বয়ংসম্পূর্ণ ভবন, with raised platforms – উঁচু প্ল্যাটফর্ম সহ, to accommodate trains – ট্রেনগুলো দাঁড়ানোর জন্য, and buildings to house – এবং ভবন যা থাকবে, the station master's office – স্টেশন মাস্টারের অফিস, together with – সহ, passengers waiting rooms and other offices – যাত্রীদের অপেক্ষার কক্ষ এবং অন্যান্য অফিস।

4. It also accommodates – এটি এছাড়াও ধারণ করে, godowns – গুদামঘর, ticket counters – টিকেট কাউন্টার, as well as – পাশাপাশি, the fixtures, fittings and installations – স্থাপনা, ফিটিংস এবং ইনস্টলেশন, that facilitate arrival, stoppage and departure – যা সুবিধা দেয় আগমন, বিরতি এবং প্রস্থান, of trains running up and down – ট্রেনের ওঠা-নামা।

5. In big stations – বড় স্টেশনগুলোতে, corrugated tin sheds – ঢেউখেলানো টিনের আচ্ছাদন, are put up overhead – উপরের দিকে স্থাপন করা হয়, as a protection from sun and shower – রোদ এবং বৃষ্টি থেকে রক্ষার জন্য।

6. The usual scene – সাধারণ দৃশ্য, at a railway station – একটি রেলওয়ে স্টেশনে, is one of din and bustle – হলো হৈ চৈ এবং ব্যস্ততার।

7. It rises to the peak – এটি পৌঁছে শীর্ষে, when a passenger train arrives – যখন একটি যাত্রীবাহী ট্রেন আসে।

8. In fact – বস্তুত, the importance of a railway station – একটি রেলওয়ে স্টেশনের গুরুত্ব, in our modern busy life – আমাদের আধুনিক ব্যস্ত জীবনে, is very great – অত্যন্ত বড়।

COMMENTS

Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content