একদিন মাহা আর তার বন্ধু রাফি ক্যাফেতে বসে কফি খাচ্ছিল। ওরা প্রোগ্রামিং নিয়ে আড্ডা দিচ্ছিল, হঠাৎ রাফি বলল, মাহা, তুমি কি জানো কিভাবে জাভাস্ক...
একদিন মাহা আর তার বন্ধু রাফি
ক্যাফেতে বসে কফি খাচ্ছিল। ওরা প্রোগ্রামিং নিয়ে আড্ডা দিচ্ছিল, হঠাৎ রাফি বলল, মাহা,
তুমি কি জানো কিভাবে জাভাস্ক্রিপ্ট দিয়ে স্ট্রিংয়ের অক্ষর সংখ্যা গোনা যায়? মাহা হেসে
বলল, এটা তো খুব সোজা! ধর, তুমি কোনো একটা নাম বা বাক্য লিখেছ, সেটা গোনার জন্য জাভাস্ক্রিপ্টে
একটা মজার উপায় আছে।
রাফি আগ্রহী হয়ে বলল, কীভাবে?
মাহা বুঝিয়ে রাফিকে বুঝিয়ে বললো, যদি তুমি ‘length’ প্রপার্টি ব্যবহার করো, তাহলে সেটা তোমার স্ট্রিংয়ের সংখ্যা বের করে দিবে। ধর, আমাদের একটা স্ট্রিং আছে - যেমন ‘Hello’ তাহলে আমরা জাভাস্ক্রিপ্টে কোড এভাবে লিখবো -
let message = 'Hello';
console.log(message.length);
এখানে, message.length এর মাধ্যমে
‘Hello’ শব্দের অক্ষরগুলো গুনে ফেলবে। এখানে ‘H’, ‘e’, ‘l’, ‘l’, ‘o’ ৫টা অক্ষর আছে,
তাই আউটপুট হবে ৫।
এভাবেই মাহা গল্পের মাধ্যমে JavaScript দিয়ে
স্ট্রিংয়ের অক্ষর সংখ্যা গণনা পদ্ধতি সহজে শিখিয়ে দিলো! “গল্পে
গল্পে প্রোগ্রামিংয়ের সমস্যা সমাধান করুন” আমাদের ওয়েবসাইটটি বুকমার্ক করে রাখুন! গল্পটি
যদি ভালো লাগে এবং বন্ধুরা যাতে মিস না করে, পোষ্টটি শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই
লাইক ও কমেন্ট করবেন যাতে করে আমরা প্রতিনিয়ত নতুন নতুন সমস্যার পাশাপাশি সমাধান নিয়ে
হাজির হতে পারি এবং আপনাদেরও যদি কোডিং সম্পর্কিত কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টবক্সে
জানিয়ে দিন সমাধান করার চেষ্টা করবো, ইনশাআল্লাহ্।

COMMENTS