প্রিয় ইসলামিক বন্ধুরা , আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। Notesaid24 ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আজকে আপনাদের মাঝে “ দুরুদে নারিয়া ”...
প্রিয় ইসলামিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। Notesaid24 ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আজকে আপনাদের মাঝে “দুরুদে নারিয়া” আরবি উচ্চারন, বাংলা উচ্চারণ এবং এর ফজিলত সম্পর্কে বিস্তারিত শেয়ার করবো। আশা করি আপনারা উপকৃত হবেন এবং ভালো লাগলে পেইজটি অবশ্যই শেয়ার করবেন। তাহলে চলুন শুরু করা যাক -
দুরুদে নারিয়া
এর আরবি উচ্চারণঃ
اَللّٰهُمَّ صَلِّ صَلٰوةً كَامِلَةً وَسَلِّمْ سَلَامًا تَامًّا عَليٰ سَيِّدِنَا مُحَمَّدِنِ الَّذِيْ تَنْحَلُّ بِهِ الْعُقَدُ وَتَنْفَرِجُ بِهِ الْكُرَبُ وَتُقْضىٰ بِهِ الْحَوَائِجُ وَتُنَالُ بِهِ الرَّغَائِبُ وَحُسْنُ الْخَوَاتِمِ وَيُسْتَسْقَي الْغَمَامُ بِوَجْهِهٖ الْكَرِيْمِ وَعَليٰ اٰلِهٖ وَصَحْبِهٖ فِي كُلِّ لَمْحَةٍ وَّنَفَسٍ بِعَدَدِ كُلِّ مَعْلُوْمٍ لَكَ
দুরুদে নারিয়া
এর বাংলা উচ্চারণঃ
আল্লাহুম্মা ছাল্লি সালাতান কামিলাতান ওয়া-সাল্লিম
সালামান তাম্মান আ’লা সায়্যিদিনা মুহাম্মাদিনিল্লাযী তানহাল্লু বিহীল উক্বাদু ওয়া-তানফারিজু
বিহীল কুরাবু ওয়া-তুক্বদ-বিহীল হাওয়ায়িজু ওয়া-তুনালু-বিহীর রাগা’য়িবু ওয়া-হুসনুল খাওয়াতিমু
ওয়া-ইউস তাস্কাল গামামু বিওয়াজ-হিহিল কারীম। ওয়া’লা আলিহী ওয়া’ছাহবিহি ফি কুল্লি লামহাতিন
ওয়া-নাফাসিম বি-আদাদি কুল্লি মা’লুমল্লাক।
স্মরণীয় যে, আরবি উচ্চারণ বাংলা মাধ্যমে পড়লে শব্দের সঠিক উচ্চারণ হয় না। তাই চেষ্টা করবেন আরবি এবারত দেখে দেখে উচ্চারণ পড়ার জন্য।
দুরুদে নারিয়া
এর ফজিলতঃ দুরারোগ্য, বালা-মুসিবত,
চাকরী লাভে, ব্যবসার উন্নতি ও যে কোনো আশা পূরণে এবং বিবাহ হওয়ার জন্য ৪৪৪৪ বার পাঠ
করলে নিশ্চয়ই সফল হবে ইনশাআল্লাহ্।
দুরুদে নারিয়া পাঠ করার নিয়মঃ ১১ জন আলেম
কে নিয়ে উপরোল্লিখিত দুরুদটি সর্বমোট ৪৪৪৪ বার পাঠ করতে হবে।


COMMENTS