Paragraph On Blood Bank
A blood bank is a place where blood is
stored for future use in hospitals. It is similar to a money bank where people
deposit money and draw it when necessary. But in a blood bank the blood is not
deposited in individual names. Mostly blood is donated voluntarily and those
who donate blood are inspired by the noble spirit of charity and
fellow-feeling. A blood bank is an indispensable part of a modern hospital.
Patients who are injured or undergo major operation need blood without which
their lives are in danger. The blood bank comes torwards to help them and save
their lives. The blood bank has listed donors. Besides, people, inspired by
noble spirit, donate blood on some public day or festival. But when receiving
blood for the bank, it should be properly tested, because fatal diseases like
AIDS, jaundice etc. can spread through blood.
বাংলা অনুবাদ : ব্লাড ব্যাংক একটি প্রতিষ্ঠান যেখানে ভবিষ্যতে হাসপাতালে ব্যবহারের জন্য রক্ত জমা রাখা হয়। এটি টাকার ব্যাংকের মত যেখানে মানুষ টাকা জমা রাখে এবং প্রয়োজনবোধে উঠাতে পারে। কিন্তু ব্লাড ব্যাংকে ব্যক্তি বিশেষের নামে রক্ত জমা রাখা হয় না। অধিকাংশ ক্ষেত্রে স্বেচ্ছাকৃতভাবে রক্তদান করা হয় এবং যারা রক্তদান করে তারা পরহিতব্রতে মহান সত্তায় সহানুভূতির অনুপ্রেরণায় রক্ত দান করে। ব্লাড ব্যাংক আধুনিক হাসপাতালের একটি অপরিহার্য অংশ। মারাত্মক আঘাতপ্রাপ্ত রোগী এবং বড় অপারেশনে এ রক্তের প্রয়োজন। যার অভাবে রোগীদের জীবন বিপদাপন্ন হয়। ব্লাড ব্যাংক তাদের সহায়তায় এগিয়ে আসে এবং জীবন বাঁচায়। ব্লাড ব্যাংক দাতাদের নাম তালিকাভুক্ত করেছে। তাছাড়া জনগণ তাদের মহৎ সত্তার প্রেরণায় সরকারি বিশেষ দিবসে বা উৎসবের দিনে রক্তদান করে। রক্ত সংগ্রহের আগে সঠিকভাবে পরীক্ষা-নিরীক্ষা করা উচিত কারণ মারাত্মক রোগসমূহ যেমন- এইডস, জন্ডিস প্রভৃতি রক্তের মাধ্যমে ছড়াতে পারে।