বিজয় কিবোর্ড দিয়ে বাংলা লেখার নিয়ম বিজয় কিবোর্ড এর প্রথম সংস্করণ প্রকাশিত হয় ১৬ ডিসেম্বর ১৯৮৮ সালে। বিজয় কিবোর্ড এর উদ্ভাবক মোস্তফা জব্বার।
বিজয় কিবোর্ড দিয়ে বাংলা লেখার নিয়ম (সম্পূর্ণ টিউটেরিয়াল)
প্রিয় ভিউয়ারস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনারা উপকৃত হবেন। আধুনিক যুগে আমাদের সবার কাছে মোবাইলের পাশাপাশি কম্পিউটার / ল্যাপটপ রয়েছে। আমাদের নিজের প্রয়োজনে এক অপরের সাথে যোগাযোগ করার জন্য অফলাইন অথবা অনলাইনের মাধ্যম ব্যবহার করতে হয়। অনলাইনে যোগাযোগের ক্ষেত্রে আমাদের মাঝে মধ্যে বিভিন্ন ডকুমেন্টস বা তথ্য পাঠাতে হয় । আর এই ডকুমেন্টস সাধারণত বাংলা বা ইংরেজি মাধ্যমে হয়ে থাকে। ইংরেজি ডকুমেন্টস লিখতে কোনো সমস্যা না হলেও বাংলা ডকুমেন্টস লিখতে আমাদের সবারই সমস্যা হয়। তাই আজকে আপনাদের মাঝে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও বহুল ব্যবহৃত বাংলা কিবোর্ড “বিজয় কিবোর্ড” নিয়ে বিস্তারিত আলোচন করবো। তাহলে চলুন শুরু করা যাক।
বিজয় কিবোর্ড এর পরিচিতিঃ
বিজয় কিবোর্ড এর প্রথম সংস্করণ প্রকাশিত হয়
১৬ ডিসেম্বর ১৯৮৮ সালে। বিজয় কিবোর্ড এর উদ্ভাবক মোস্তফা জব্বার। এই কিবোর্ড সাধারণত
উইন্ডোজ ২০০০, এক্স পি, ভিস্তা, উইন্ডোজ ৭, ৮, ৮.১, ১০, লিনাক্স, ম্যাক অপারেটিং সিস্টেমে
ব্যবহার করা যায়।
বিজয় কিবোর্ড এর প্রাথমিক সেটাপঃ
- প্রথমে আপনি আপনার অপারেটিং সিস্টেমে ( উইন্ডোজ, লিনাক্স এবং ম্যাক) বিজয় কিবোর্ড ইন্সটল করে নিবেন।
 - এমএস ওয়ার্ড ফাইল খুলুন ctrl+alt+B একসাথে প্রেস করুন এবং ফন্ট অপশন থেকে “sutonnyMJ” সিলেক্ট করুন।
 - সব ঠিক মতো সেটাপ করা হলে shift+F প্রেস করুন সাথে সাথে বাংলা স্বরবর্ণ “অ” লেখা স্ক্রিনে দেখতে পাবেন।
 
নোটঃ বাংলা থেকে ইংরেজি ফন্ট সুইচ করার জন্য
ctrl+alt+B প্রেস করুন। 
প্রাথমিক সেটাপ করতে আপনাদের যদি কোন সমস্যা
হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।
এখন আমরা বিজয় কিবোর্ড দিয়ে বাংলা স্বরবর্ণ,
ব্যঞ্জনবর্ণ এবং যুক্তবর্ণ লেখার নিয়ম ধাপে ধাপে শিখবো –
বিজয় কিবোর্ড দিয়ে বাংলা স্বরবর্ণ লেখার নিয়মঃ
| 
   অ  | 
  
    shift+F  | 
  
   আ  | 
  
   G + F  | 
 
| 
   ই  | 
  
   G + D  | 
  
   ঈ  | 
  
   G + (shift+D)  | 
 
| 
   উ  | 
  
   G
  + S  | 
  
   ঊ  | 
  
   G
  + (shift+S)  | 
 
| 
   ঋ  | 
  
   G + A  | 
  
   এ  | 
  
   G + C  | 
 
| 
   ঐ  | 
  
   G
  + (shift+C)  | 
  
   ও  | 
  
   X  | 
 
| 
   ঔ  | 
  
   G + (shift+X)                      | 
 ||
বিজয় কিবোর্ড দিয়ে বাংলা ব্যঞ্জনবর্ণ লেখার নিয়মঃ
| 
   ক  | 
  
   J  | 
  
   খ  | 
  
   Shift + J  | 
 
| 
   গ  | 
  
   O  | 
  
   ঘ  | 
  
   Shift + O  | 
 
| 
   ঙ  | 
  
   Q  | 
  
   চ  | 
  
   Y  | 
 
| 
   ছ  | 
  
   Shift + Y  | 
  
   জ  | 
  
   U  | 
 
| 
   ঝ  | 
  
   Shift
  + U  | 
  
   ঞ
    | 
  
   Shift
  + I  | 
 
| 
   ট  | 
  
   T  | 
  
   ঠ  | 
  
   Shift + T  | 
 
| 
   ড  | 
  
   E  | 
  
   ঢ  | 
  
   Shift
  + E  | 
 
| 
   ণ  | 
  
   Shift + B  | 
  
   ত  | 
  
   K  | 
 
| 
   থ  | 
  
   Shift
  + K  | 
  
   দ  | 
  
   L  | 
 
| 
   ধ  | 
  
   Shift + L  | 
  
   ন  | 
  
   B  | 
 
| 
   প  | 
  
   R  | 
  
   ফ  | 
  
   Shift
  + R  | 
 
| 
   ব  | 
  
   H  | 
  
   ভ  | 
  
   Shift + H  | 
 
| 
   ম  | 
  
   M  | 
  
   য  | 
  
   W  | 
 
| 
   র  | 
  
   V  | 
  
   ল  | 
  
   Shift + V  | 
 
| 
   শ  | 
  
   Shift
  + M  | 
  
   ষ  | 
  
   Shift
  + N  | 
 
| 
   স  | 
  
   N  | 
  
   হ  | 
  
   I  | 
 
| 
   ড়  | 
  
   P  | 
  
   ঢ়  | 
  
   Shift
  + P  | 
 
| 
   য়  | 
  
   Shift + W  | 
  
   ৎ  | 
  
   Shift + /  | 
 
| 
   ং   | 
  
   Shift
  + Q  | 
  
   ঃ  | 
  
   /  | 
 
| 
   ঁ  | 
  
   Shift + 7  | 
 ||
বিজয় কিবোর্ড দিয়ে বাংলা কার চিহ্ন লেখার নিয়মঃ
| 
   া  | 
  
   F  | 
  
   ি  | 
  
   D  | 
 
| 
   ী  | 
  
   Shift + D  | 
  
   ু  | 
  
   S  | 
 
| 
   ূ  | 
  
   Shift
  + S  | 
  
   ৃ  | 
  
   A  | 
 
| 
   ে  | 
  
   C  | 
  
   ৈ  | 
  
   Shift + C  | 
 
| 
   ৌ  | 
  
   C+(Shift
  + X)  | 
  
   রেফ  | 
  
   Shift
  + A  | 
 
| 
   হসন্ত  | 
  
   G  | 
  
   য-ফলা  | 
  
   Shift + Z  | 
 
| 
   র-ফলা  | 
  
   Z  | 
  
   দাড়ি  | 
  
   G  | 
 
বিজয় কিবোর্ড দিয়ে বাংলা যুক্তবর্ণ লেখার নিয়মঃ
| 
   ক্স (ক + স)  | 
  
   J+G+N  | 
 
| 
   ক্ম (ক + ম)  | 
  
   J+G+M  | 
 
| 
   ক্ল (ক + ল)  | 
  
   J+G+Shift+V  | 
 
| 
   ক্ত (ক + ত)  | 
  
   J+G+K  | 
 
| 
   ক্র (ক + র)  | 
  
   J+G+V  | 
 
| 
   ক্ট (ক + ট)  | 
  
   J+G+T  | 
 
| 
   ক্ষ (ক + ষ)  | 
  
   J+G+Shift+N  | 
 
| 
   ক্ষ্ণ (ক + ষ + ণ)  | 
  
   J+G+Shift+N+G+Shift B  | 
 
| 
   ক্ষ্ম (ক + ষ + ম)  | 
  
   J+G+Shift+N+G+M  | 
 
| 
   ক্ষ্ব (ক + ষ + ব)  | 
  
   J+G+Shift+N+G+B  | 
 
| 
   ক্ট্র (ক + ট + র)  | 
  
   J+G+T+G+V  | 
 
| 
   খ্র (খ + র)  | 
  
   Shift+J+G+V  | 
 
| 
   খ্য (খ + য)  | 
  
   Shift+J+G+W  | 
 
| 
   গ্র (গ + র)  | 
  
   O+G+V  | 
 
| 
   গ্ধ (গ + ধ)  | 
  
   O+G+Shift+L  | 
 
| 
   গ্ধ্য (গ + ধ + য)  | 
  
   O+G+Shift+L+G+W  | 
 
| 
   গ্ন্য (গ + ন + য)  | 
  
   O+G+B+G+W  | 
 
| 
   ঘ্ন (ঘ + ন)  | 
  
   Shift+O+G+B  | 
 
| 
   ঘ্য (ঘ + য)  | 
  
   Shift+O+G+W  | 
 
| 
   ঘ্র (ঘ + র)  | 
  
   Shift+O+G+V  | 
 
| 
   ঙ্খ (ঙ + খ)  | 
  
   Q+G+Shift+J  | 
 
| 
   ঙ্ক (ঙ + ক)  | 
  
   Q+G+J  | 
 
| 
   ঙ্ক্য (ঙ + ক + য)  | 
  
   Q+G+J+G+W  | 
 
| 
   ঙ্গ (ঙ + গ)  | 
  
   Q+G+O  | 
 
| 
   ঙ্গ্য (ঙ + গ + ঙ)   | 
  
   Q+G+O+G+W  | 
 
| 
   ঙ্ম (ঙ + ম)  | 
  
   Q+G+M  | 
 
| 
   চ্ছ্য (চ + ছ + য)  | 
  
   Y+G+Shift+Y+G+W  | 
 
| 
   চ্ছ্র (চ + ছ + র)  | 
  
   Y+G+Shift+Y+G+V  | 
 
| 
   চ্ব (চ + ব)  | 
  
   Y+G+H  | 
 
| 
   চ্চ (চ + চ)  | 
  
   Y+G+Y  | 
 
| 
   চ্ছ (চ + ছ)  | 
  
   Y+G+Shift+Y  | 
 
| 
   চ্ছ্ব (চ + ছ + ব)  | 
  
   Y+G+Shift+Y+G+H  | 
 
| 
   জ্ঞ (জ + ঞ)   | 
  
   U+G+I  | 
 
| 
   জ্ব (জ + ব)   | 
  
   U+G+H  | 
 
| 
   জ্জ্ব (জ + জ + ব)  | 
  
   U+G+U+G+H  | 
 
| 
   জ্ঝ (জ + ঝ)  | 
  
   U+G+Shift+U  | 
 
| 
   জ্ঘ্য (জ + ঘ + য)  | 
  
   U+G+Shift+O+G+W  | 
 
| 
   ঞ্চ (ঞ + চ)  | 
  
   I+G+Y  | 
 
| 
   ঞ্ছ (ঞ + ছ)  | 
  
   Shift+I+G+Y  | 
 
| 
   ঞ্জ (ঞ + জ)  | 
  
   Shift+I+G+U  | 
 
| 
   ট্ট (ট + ট)  | 
  
   T+G+T  | 
 
| 
   ট্ম (ট + ম)  | 
  
   T+G+M  | 
 
| 
   ট্ব (ট + ব)  | 
  
   T+G+H  | 
 
| 
   ড্ব (ড + ব)  | 
  
   E+G+H  | 
 
| 
   ড্য (ড + য)  | 
  
   E+G+W  | 
 
| 
   ড্র (ড + র)   | 
  
   E+G+V  | 
 
| 
   ঢ্য (ঢ + য)  | 
  
   Shift+E+G+W  | 
 
| 
   ঢ্র (ঢ + র)  | 
  
   Shift+E+G+W  | 
 
| 
   ণ্ঠ (ণ + ঠ)  | 
  
   Shift+B+G+Shift+T  | 
 
| 
   ণ্য (ণ + য)  | 
  
   B+G+W  | 
 
| 
   ণ্ণ (ণ + ণ)  | 
  
   B+G+B  | 
 
| 
   ন্ড্র (ণ + ড + র)   | 
  
   Shift+B+G+E+G+V  | 
 
| 
   ত্ন (ত + ন)  | 
  
   K+G+B  | 
 
| 
   ত্ব (ত + ব)  | 
  
   K+G+H  | 
 
| 
   ত্ত্য (ত + ত + য)  | 
  
   K+G+K+G+W  | 
 
| 
   ত্থ (ত + থ)  | 
  
   K+G+Shift+K  | 
 
| 
   থ্ব (থ + ব)  | 
  
   Shift+K+G+H  | 
 
| 
   থ্য (থ + য)  | 
  
   Shift+K+G+W  | 
 
| 
   থ্র (থ + র)  | 
  
   Shift+K+G+V  | 
 
| 
   দ্ব (দ + ব)  | 
  
   L+G+H  | 
 
| 
   দূ   | 
  
   Shift+S  | 
 
| 
   দ্দ্ব (দ + দ + ব)  | 
  
   L+G+L+G+H  | 
 
| 
   দ্ধ (দ + ধ)  | 
  
   L+G+Shift+L  | 
 
| 
   দ্ভ (দ + ভ)  | 
  
   L+G+Shift+H  | 
 
| 
   দ্ম (দ + ম)  | 
  
   L+G+M  | 
 
| 
   ধ্ন (ধ + ন)  | 
  
   Shift+L+G+B  | 
 
| 
   ধ্য (ধ + য)  | 
  
   Shift+L+G+W  | 
 
| 
   ন্ট (ন + ট)  | 
  
   B+G+T  | 
 
| 
   ন্ট্য (ন + ট + য)  | 
  
   B+G+T+G+W  | 
 
| 
   ন্ড (ন + ড)  | 
  
   B+G+E  | 
 
| 
   ন্ত্ব (ন + ত + ব)  | 
  
   N+G+K+G+H  | 
 
| 
   ন্ত্র (ন + ত + র + য)  | 
  
   B+G+K+G+V+G+W  | 
 
| 
   ন্থ (ন + থ)  | 
  
   B+G+I  | 
 
| 
   ন্দ (ন + দ)  | 
  
   B+G+L  | 
 
| 
   ন্দ্র (ন + দ + র)  | 
  
   B+G+L+G+V  | 
 
| 
   ন্ধ্য (ন + ধ + য)  | 
  
   B+G+Shift+L+G+W  | 
 
| 
   প্ট (প + ট)  | 
  
   R+G+T  | 
 
| 
   প্র (প + র)  | 
  
   R+G+V  | 
 
| 
   প্য (প + য)  | 
  
   R+G+W  | 
 
| 
   ফ্ব  (ফ + ব)  | 
  
   Shift+R+G+H  | 
 
| 
   ফ্ল (ফ + ল)  | 
  
   Shift+R+G+Shift+V  | 
 
| 
   ফ্র (ফ + র)  | 
  
   Shift+R+G+V  | 
 
| 
   ব্দ (ব + দ)  | 
  
   H+G+L  | 
 
| 
   ব্ধ (ব + ধ)  | 
  
   H+G+Shift+L  | 
 
| 
   ব্ব (ব + ব)  | 
  
   H+G+H  | 
 
| 
   ভ্র (ভ + র)  | 
  
   Shift+H+G+V  | 
 
| 
   ম্প্র (ম + প + র)  | 
  
   M+G+R+G+B  | 
 
| 
   ম্ভ (ম + ভ)  | 
  
   M+G+Shift+H  | 
 
| 
   ম্ল (ম + ল)  | 
  
   M+G+shift+V  | 
 
| 
   র্ক (র + ক)  | 
  
   V+G+J  | 
 
| 
   র্ত্র (র + ত + র)  | 
  
   V+G+K+G+R  | 
 
| 
   র্ম (র + ম)  | 
  
   V+G+M  | 
 
| 
   র্জ্য (র + জ + য)  | 
  
   V+G+U+G+W  | 
 
| 
   র্ধ্ব (র + ধ + ব)  | 
  
   V+G+Shift+L+G+H  | 
 
| 
   র্শ্ব (র + শ + ব)  | 
  
   V+G+Shift+M+G+H  | 
 
| 
   ল্ল (ল + ল)   | 
  
   Shift+V+G+Shift+V  | 
 
| 
   ল্ব (ল + ব)  | 
  
   Shift+V+G+H  | 
 
| 
   ল্য (ল + য)  | 
  
   Shift+V+G+W  | 
 
| 
   শ্ন (শ + ন)  | 
  
   Shift+M+G+B  | 
 
| 
   শ্ম (শ + ম)  | 
  
   Shift+M+G+M  | 
 
| 
   শ্র (শ + র)  | 
  
   Shift+M+G+V  | 
 
| 
   ষ্ট (ষ + ট)  | 
  
   Shift+N+G+T  | 
 
| 
   ষ্ঠ (ষ + ঠ)  | 
  
   Shift+N+G+Shift+T  | 
 
| 
   ষ্ণ (ষ + ণ)  | 
  
   Shift+N+G+Shift+B  | 
 
| 
   স্ট্র (স + ট + র)  | 
  
   N+G+T+G+V  | 
 
| 
   স্ত্র (স + ত + র)  | 
  
   N+G+K+G+V  | 
 
| 
   স্ত্ব (স + ত + ব)  | 
  
   N+G+K+G+H  | 
 
| 
   স্থ (স + থ)  | 
  
   N+G+Shift+k  | 
 
| 
   স্ব (স + ব)  | 
  
   N+G+H  | 
 
| 
   স্থ্য (স + থ + য)  | 
  
   N+G+Shift+K+G+W  | 
 
| 
   ক্ষ্ম (হ + ম)  | 
  
   I+G+M  | 
 
| 
   হ্ন (হ + ন)  | 
  
   I+G+B  | 
 
| 
   হ্র (হ + র)  | 
  
   I+Z  | 
 
কথায় আছে, অনুশীলন এ একজন মানুষকে মজবুত করে
তোলে। উপরে স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ এবং যুক্তবর্ণ গুলো শেখা হলে। নিন্মে দেওয়া শব্দগুলো
পূর্বের উল্লোখিত নিয়ম অনুযায়ী অনুশীলন করে নিন। তাহলে আর বাংলা লেখায় আপনার সমস্যা
হবে না বলে আশা করছি। ইনশাআল্লাহ্।
অকস্মাৎ, অগ্ন্যাশয়, অচিন্ত্য, অধ্যাত্ম,
অনিন্দ্য, অন্তর্জ্বালা, অশ্বথ, অমর্ত্য, আকাঙ্ক্ষা, আর্দ্র, অপরাহ্ণ, আনুষঙ্গিক, উচ্চৈঃস্বরে,
উজ্জ্বল, উপলব্ধি, উর্দ্ধ, এতদ্দ্বারা, ঐকাত্ম, ঐন্দ্রজালিক, ওষ্ঠাধর, ওতপ্রতোভাবে,
ঔজ্জ্বল্য, ঔদ্ধ্বত্য, কর্ত্রী, কৃচ্ছ্র, কৃত্তিবাস, ক্বচিৎ, কঙ্কণ, ক্ষুন্নিবৃত্তি,
ক্ষেপণাস্ত্র, গার্হস্থ্য, গণ্ডেপিণ্ডে, গন্ধেশ্বরী, ঘূর্ণায়মান, ঘ্রাণেন্দ্রিয়, জাজ্বল্যমান,
জীবাশ্ম, জ্যৈষ্ঠ, জ্যোতিষ্ক, টীকাটিপ্পনী, ঠাট্রাতামাশা, তৎক্ষণাৎ, তদ্ব্যতীত, তীক্ষ্ণ,
তূষ্ণীম্ভাব, দয়ার্দ্র, দুরাকাঙ্ক্ষা, দৌরাত্ম্য, দ্ব্যর্থ, ধ্বন্যাত্মক, পঙক্তি, পক্ষ্ম,
প্রত্যূষ, প্রোজ্জ্বল, পৌরোহিত্য, বক্ষ্যমাণ, বন্দ্যোপাধ্যায়, বাল্মীকি, বিদ্বজ্জন,
ব্যক্তিস্বাতন্ত্র্য, ব্যঞ্জনা, ব্যতিব্যস্ত, ব্যত্যয়, ব্যুৎপত্তি, বাত্যবিধ্বস্ত,
ব্রাহ্মণ, ভ্রাতুষ্পুত্র, ভ্রাম্যমাণ, মনস্তত্ত্ব, মাহাত্ম্য, যদ্যপি, যশঃপ্রার্থী,
যশস্বী, যাঞ্চা, যৌবনোত্তীর্ণ, রৌদ্র, রুস্মিনী, রৌদ্রকরোজ্জ্বল, লক্ষ্মী, লুপ্তোদ্ধার,
শাশ্বত, শ্বাপদ, শ্মশান, শ্রদ্ধাস্পদেষু, শ্লেষ্মা, ষাণ্মাসিক, সন্ধ্যা, সন্ন্যাস,
সরস্বতী, সাত্ত্বিক, সৌহার্দ্য, স্বঃতস্ফুর্ত, স্বাতন্ত্র্য, স্বায়ত্তশাসন, হীনস্মন্যতা,
হ্রস্ব, হৃৎপিণ্ড, হ্রেষা, প্রাতভোজন ইত্যাদি।
 
শেষ কথাঃ
বাংলা বিজয় কিবোর্ড সম্পর্কে আপনাদের মাঝে বিস্তারিত তুলে ধরার চেষ্ঠা করেছি। আশা করি এই নোট অনুসরণ করলে বাংলা লিখতে আপনার আর কোনো সমস্যা হবে না। তবে যত অনুশীলন করবেন ততও আয়ত্ব হবে, অনুশীলনের বিকল্প নাই। যদি আপনাদের কোন সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ আর নয় দেখা হবে অন্য কোনো পোষ্টে। সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেয।

COMMENTS