আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আর আমিও আল্লাহর অশেষ কৃপা ও রহমতে ভালো আছি। অনেক দিন পর আবারো আপনাদের মাঝে একটি নতুন পোস্ট নিয়ে হাজির হলাম। আশা করি আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন। আর আজ আপনাদের মাঝে শেয়ার করবো দুরূদে ফতূহাত ও দুরুদে ফতূহাতের ফযিলত। যদি এতে আপনারা উপকৃত হন, তাহলে কমেন্ট করতে ভূলবেননা। আর এই ওয়েবপেইজ এর মাধ্যমে যদি একটুও লাভবান হন, তাহলে ওয়েবপেইজটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং অন্যকে জানার সুযোগ করে দিন।
দরূদে ফতূহাত ও দুরুদে ফতূহাতের ফযিলত
(Durude Fatuhat And Fadilat Of Durude Fatuhat)
দুরুদে ফতূহাতের আরবি উচ্চারণঃ
بِسْمِ اللهِ اَللّٰهُمَّ صَلِّ وَسَلٌم عَليٰ سَيِّدِنَا وَ مَولاًنَا مُحَمٌدٍ وَعَلٰي اٰلِهٖ بِعَدَدِ اَنْوَاعِ الرِّزْقِ وَالْفُتُوْحَاتِ يَابَاسِطَ الَّذِيْ يَبْسُطُ الرِّزْقَ لِمَنْ يَّشَاءُ بِغَيْرِ حِسَابٍ- اُبْسُطْ عَلَيْنَا رِزْقًاوَاسِعًا مِنْ كُلِّ جِهَةٍ مِّنْ خَزَائِنِ غَيْبِكَ بِغَيْرِ مِنَّةٍ مَّخْلُوْقٍ ِبۢمَحْضٍ فَضْلِكَ وَكَرَمِكَ بِغَيْرِ حِسَابٍ
দুরুদে ফতূহাতের বাংলা উচ্চারণঃ
বিসমিল্লাহি আল্লা-হুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা সায়্যিদিনা ওয়া মাওলানা মুম্মাদিও ওয়া আলা আ-লিহি বআদাদি আনাওয়ায়ির রিযক্বি ফুতুহা-তি এয়া বাসিতুল্লাযী ইয়াবসুতুর রিযকা লিমাইয়্যাশা-উ বিগাইরি হিসাব। উবসুত আলাইনা রিযক্বাওঁ ওয়া সিয়াম মিন কুল্লি জ্বিহাতিম মিন খাযা-ইনি গাইবিকা বিগাইরি মান্নাতিম মাখলুক্বিম বিমাহযি ফাদলিকা ওয়া কারামিকা বিগাইরি হিসাব।
দুরুদে ফতূহাতের বাংলা অর্থঃ
আল্লাহর নামে শুরু করলাম। আয় আল্লাহ্! আমাদের সরতাজ সায়্যিদুনা হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু তাআলা আলায়হে ওয়াসাল্লাম) ও তাঁর বংশধরগণের উপর মানুষের যাবতীয় রিযিক ও জয়ের সংখ্যা পরিমাণে রহমত বর্ষণ ক্রুন। হে প্রসারণকারী! আপনি যাকে ইচ্ছে বেহিসাব রিযিক দান করে থাকেন। আপনার গোপন ধনভান্ডার হতে আমাদেরকে এমন দান করুন – যে দান কোন সৃষ্ঠির অনুগ্রহে নয়, বরং আপনার দয়া ও কৃপানুযায়ী অসীম।
দুরুদে ফতূহাতের ফযিলতঃ
১) এই দুরুদ শরীফ প্রত্যহ ৩ বার পাঠ করলে যে কোন ব্যবসায়ে , চাকরিতে কিংবা ক্ষেতে খামারে কাজে কখনও কোন অবনতি আসতে পারে না; বরং দিন দিন তা প্রব্রিদ্ধি প্রাচুর্যে পূর্ণ হয়ে উঠে।
২) এই দুরুদ শরিফের ফযিলতে পাঠকারির ইহকাল ও পরকালের কাজে আশাতিত সুফল লাভ হয়ে থাকে। যারা নানা রকমের সমস্যাজালে জড়িত হয়ে পড়েছেন, তারা এই দুরুদ শরীফ প্রত্যক নামায বাদ ৩ বার করে পাঠ করলে, আল্লাতায়ালা অচিরেই তাকে সমস্যা মুক্ত করে দেবেন।
৩) ফজরের নামাযে দু’রাকায়াত সুন্নাত পাঠ করে দু’রাকায়াত ফরয নামায পাঠ করার আগে প্রত্যহ ১১ বার “হাসবিইয়াল্লাহ-হু” পাঠ করলে চিরদিন ধনে-জনে সুখে – সম্মানে থাকা যায়।