আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আর আমিও আল্লাহর অশেষ কৃপা ও রহমতে ভালো আছি। অনেক দিন পর আবারো আপনাদের মাঝে একটি নতুন পোস্ট নিয়ে হাজির হলাম। আশা করি আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন। আর আজ আপনাদের মাঝে শেয়ার করবো দুরুদে খাইর । যদি এতে আপনারা উপকৃত হন, তাহলে কমেন্ট করতে ভূলবেননা। আর এই ওয়েবপেইজ এর মাধ্যমে যদি একটুও লাভবান হন, তাহলে ওয়েবপেইজটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং অন্যকে জানার সুযোগ করে দিন।
আরবি উচ্চারণঃ
اَللّٰهُمَّ صَلِّ عَليٰ سَيِّدِنَا وَنَبِيِّنَا وَشَفِيْعِنَا وَمَوْلَآنَا مُحَمَّدٍ صَلَّي اللهَ عَلَيْهِ وَعَليٰ اٰلِهٖ وَاَصْحَابِهِ وَاَزْوَاجِهِ وَبَارِكْ وَسَلِّمْ
বাংলা উচ্চারণঃ আল্লাহুম্মা সাল্লি আলা সইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফীয়িনা ওয়া মাওলানা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহী ওয়া আসহাবিহী ওয়া আযওয়াজিহী ওয়া বারিক ওয়া সাল্লিম।
বাংলা অর্থঃ আয় আল্লাহ্! আমাদের সরতাজ, আমাদের নাবী, আমাদের শাফায়াৎকারী ও আমাদের সরকার হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু তায়ালা ওয়াআলিহি ওয়াসাল্লাম) এর উপর রহমত নাযিল করুন এবং তাঁর বংশধরগণ, সাহাবাগণ ও তাঁর বিবিগণের উপর আপনার তরফ হতে শান্তি ও রহমত বর্ষণ করুন।
ফজীলতঃ যিনি সর্বদা এই দরুদ শরীফ আমল করবেন, তিনি অবশ্যই দেশের সর্দারী পাবেন। যদি তা’না হয়, তবে অন্তত স্বীয় বংশের সর্দাররুপে ইজ্জত পাবেন।