আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আর আমিও আল্লাহর অশেষ কৃপা ও রহমতে ভালো আছি। অনেক দিন পর আবারো আপনাদের মাঝে একটি নতুন পোস্ট নিয়ে হাজির হলাম। আশা করি আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন। আর আজ আপনাদের মাঝে শেয়ার করবো দরূদে তুনাজ্জিনা ও দরূদে তুনাজ্জিনার ফযিলত। যদি এতে আপনারা উপকৃত হন, তাহলে কমেন্ট করতে ভূলবেননা। আর এই ওয়েবপেইজ এর মাধ্যমে যদি একটুও লাভবান হন, তাহলে ওয়েবপেইজটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং অন্যকে জানার সুযোগ করে দিন।
দুরুদে তুনাজ্জিনা
আরবি উচ্চারণঃ
اَللّٰهُمَّ صَلِّ عَليٰ سَيِّدِنَا مَوْلَانَا مُحَمَّدٍ وَعَليٰ اٰلِ سَيِّدِنَا مُحَمَّدٍ صَلوٰةً تُنَجِّيْنَا بِهَا مِنْ جَمِيْعِ الْأَهْوَالِ وَاْلآفَاتِ وَتَقْضِيْ لَنَا بِهَا مِنْ جَمِيْعِ الْحَاجَاتِ وَتُطَهِّرُنَا بِهَا مِنْ جَمِيْعِ السَّيِّاٰتِ وَتَرْفَعُنَا بِهَا عِنْدَكَ اَعْليٰ الدَّرَجَاتِ وَتُبَلِّغُنَا بِهَا اَقْصىٰ الْغَايَاتِ مِنْ جَمِيْعِ الْخَيْرَاتِ فِي الْحَيَاتِ وَبَعْدَ الْمَمَاتِ- اِنَّكَ عَليٰ كُلِّ شَيْئٍ قَدِيْرٍ بِرَحْمَتِكَ يَا اَرْحَمَ الرَّاحِمِيْنَ
বাংলা উচ্চারণঃ আল্ল-হুম্মা সাল্লি আলা সায়্যিদিনা মুহাম্মিদিও ওয়াআলা আ-লি সায়্যিদিনা মুহাম্মাদিন সালাতান তুনাজ্জিনা বিহা মিন জ্বামীয়িল আহওয়ালে ওয়াল আফাত। ওয়া তাকদ্বীলিনা বিহা মিন জামীয়িল হা জ্বাতি। ওয়া তুতাহ-হিরুনা বিহা মিন জ্বামীয়িস সাইয়্যিয়াতি। ওয়া তারফাউনা বিহা ইনদাকা আ'লাদ্বারাজ্বাতি। ওয়াতুবাল্লিগুনা বিহা আক্বসাল গ্বা-ইয়াতি। মিন জামীয়্যিল খাইরাত। ফীল হায়াত ওয়া বা’দাল মামাত। ইন্নাকা আলা কুল্লি শাইয়্যিন ক্বাদীর । বিরাহমাতিকা এয়া আরহামার রাহিমীন।
বাংলা অর্থঃ আয় আল্লাহ্! আপনি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু তাআলা আলায়হে ওয়াআলিহি ওয়াসাল্লাম) ও তাঁর বংশদরগনের উপর বিভিন্ন প্রকার রহমত নাযিল করেন। আর এই দুরুদ শরীফের উসীলায় আমাদেরকে সকল প্রকার বিপদ হতে রক্ষা করন। আমাদের যাবতীয় চাহীদা পূর্ণ করুন। আমাদেরকে সব রকম পাপকার্য হতে বিরত ও পবিত্র রাখুন। আর আমাদেরকে মঙ্গলের শেষ সীমায় পৌঁছে দিন। নিশ্চ্য আপনি সর্ব বিষয়পোরি শক্তিমান প্রভু। অতএব হে শ্রেষ্ঠ দাতা! আমাদেরকে নিজ দয়ায় দয়া করুন।
ফজিলতঃ
১) পাক-সাফভাবে একই আসনে উপবিষ্ট থেকে এই দুরুদ শরীফ এক হাজার বার পাঠ করলে গুরুতর মোকাদ্দমায় ও আশ্চর্য সুফল পাওয়া যায়।
২) প্রত্যহ ফজর ও মাগরিবের নামায বাদ এই দুরুদ শরীফ ১১ বার করে পাঠ করলে কদাচ চাকরি নষ্ঠ হবেনা ও রিজিক বন্ধ হবে না।
৩) এই দুরুদ শরীফ ৩ বার পাঠ করে এক মুষ্ঠি মাটির উপর ৩ টি ফুঁক দিয়ে কবরের উপর ছিটিয়ে দিলে, শিয়াল – কুকুরের দ্বারা সেই কবরের লাশ নষ্ঠ হবে না।