খতমে খাজেগান





আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আর আমিও আল্লাহর অশেষ কৃপা ও রহমতে ভালো আছি। অনেক দিন পর আবারো আপনাদের মাঝে একটি নতুন পোস্ট নিয়ে হাজির হলাম। আশা করি আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন। আর আজ আপনাদের মাঝে শেয়ার করবো খতমে খাজেগান পড়ার নিয়ম। যদি এতে আপনারা উপকৃত হন, তাহলে কমেন্ট করতে ভূলবেননা। আর এই ওয়েবপেইজ এর মাধ্যমে যদি একটুও লাভবান হন, তাহলে ওয়েবপেইজটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং অন্যকে জানার সুযোগ করে দিন।



খতমে খাজেগান বিস্তারিত বর্ণনাঃ





১। বিসমিল্লাহর সাথে সূরায়ে ফাতিহা ৭ বার।


সূরা ফাতিহাঃ


بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ


 الْحَمْدُ للّهِ رَبِّ الْعَالَمِينَ
 الرَّحْمـنِ الرَّحِيمِ
 مَـالِكِ يَوْمِ الدِّينِ
 إِيَّاك نَعْبُدُ وإِيَّاكَ نَسْتَعِينُ
 اهدِنَــــا الصِّرَاطَ المُستَقِيمَ
 صِرَاطَ الَّذِينَ أَنعَمتَ عَلَيهِمْ غَيرِ المَغضُوبِ عَلَيهِمْ وَلاَ الضَّالِّينَ




২। দরূদশরীফ ১০০ বার।

দুরুদ শরীফ যে কোন একটা পরলেই হয়, এটা আপনাদের ইচ্ছা। তবে নিন্মের দুরুদ শরীফের গুরুত্ব ও ফজিলত অনেক। নিন্মে তা উল্লেখ করা হলোঃ


 
اَللّٰهُمَّ صَلِّ عَليٰ سَيِّدِنَا مُحَمَّدٍنِ النَّبِيِّ اْلاُمِيِّ
وَعَليٰ اٰلِهٖ وَصَحْبِهٖ وَسَلِّمْ


বাংলা উচ্চারণঃ আল্লাহুম্মা সাল্লি আলা সায়্যিদিনা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মিয়ে ওয়াআলা আ-লিহি ওয়া আসহা-বিহি ওয়া সাল্লিম।



👉দুরুদের গুরুত্ব ও ফজিলত দেখতে এখানে ক্লিক করুন..................



৩।   বিসমিল্লাহর   সাথে   সূরায়ে   আলাম   নাশরাহ   ৭৯ বার।


সূরা ইনশিরাহঃ


بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ

أَلَمْ نَشْرَحْ لَكَ صَدْرَكَ
وَوَضَعْنَا عَنكَ وِزْرَكَ
الَّذِي أَنقَضَ ظَهْرَكَ
وَرَفَعْنَا لَكَ ذِكْرَكَ
فَإِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا
إِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا
فَإِذَا فَرَغْتَ فَانصَبْ
وَإِلَى رَبِّكَ فَارْغَبْ


৪। বিসমিল্লাহর সাথে সূরায়ে এখলাস ১০০১ বার।

সূরা ইখলাসঃ 

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ


قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ
اللَّهُ الصَّمَدُ
لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ
وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ


৫। বিসমিল্লাহর সাথে সূরায়ে ফাতিহা ৭ বার। (উপরে বর্ণিত)
৬। দরূদশরীফ ১০০ বার। (উপরে বর্ণিত)
৭।    ১০০    বার-    يا   قاضى   الحاجات    (ইয়া     কাদিয়াল হাজাত)
৮।    ১০০    বার-    يا    كافى    المهمات    (ইয়া    কাফিয়াল  মুহিম্মাত)
৯।     ১০০    বার-    يا   رافع   الدراجات    (ইয়া   রাফিআদ  দারাজাত)
১০।    ১০০    বার-   يا    مجيب   الدعوات   (ইয়া   মুজিবাদ দাওয়াত)
১১।   ১০০ বার-  يا   مسبب  الاسباب  (ইয়া মুছাব্বিবাল আছবাব)
১২।   ১০০   বার-    يا   مفتح    الابواب   (ইয়া   মুফাত্তিহাল  আবওয়াব)
১৩।   ১০০   বার-     يا   شافى    الامراض    (ইয়া   শাফিয়াল আমরাদ)
১৪।      ১০০    বার-   يا   دافع   البليات    (ইয়া   দাফিআল বালিয়্যাত)
১৫।১০০    বার-   يا    حلال    المشكلات    (ইয়া   হাল্লালাল মুশকিলাত)
১৬।  ১০০   বার-  يا   ارحم  الراحمين  (ইয়া  আরহামার  রাহীমিন)
১৭। ১০০ বার- ياالله (ইয়া আল্লাহ)

About the author

AHSHAN HABIB
Hello! I am Ahshan Habib. Blogging is My Hobby and I Would Like to Share my Knowledge With Everyone. Here I Will Share Every Day About Education, Technology, and Programming. So Stay With us And Share my Page on Your Social Platform.

Post a Comment